TRENDING:

OBC Reservation in West Bengal: রাজ্যের নয়া ওবিসি বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের! কলেজে ভর্তি, চাকরিতে নিয়োগ-সহ একাধিক বিষয়ে জটিলতা

Last Updated:
OBC Certificate cancellation case: ওবিসি জনগোষ্ঠী নিয়ে রাজ্যের নতুন সব তালিকায় স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ।
advertisement
1/4
রাজ্যের OBC বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ হাই কোর্টের! ছাত্র ভর্তি, চাকরিতে নিয়োগ নিয়ে জটিলতা
চাকরির জন্য নতুন ১০০ পয়েন্ট রোস্টারেও স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্টে। আদালত সূত্রে খবর, জুলাই মাসে পরবর্তী শুনানি হবে। অন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ তালিকায় বেশ কিছু গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বিধানসভায় এই নিয়ে আলোচনাও হয়।
advertisement
2/4
বিরোধীরা অভিযোগ করেছিল ওবিসি তালিকায় নতুন গোষ্ঠীদের সংযোজন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যদিও তা খণ্ডন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
advertisement
3/4
ওবিসি শংসাপত্র বাতিল মামলায় মঙ্গলবার রাজ্যের OBC বিজ্ঞপ্তীর ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বিজ্ঞপ্তীর ওপর নির্ভরশীল সমস্ত পদক্ষেপের উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
advertisement
4/4
এই নির্দেশের ফলে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি-সহ একাধিক বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। যদিও হাই কোর্ট জানিয়েছে ২০১০ সালের আগের ৬৬টি অন্য অনগ্রসর শ্রেণীর জনগোষ্ঠীর তালিকায় কোনও প্রভাব পড়বে না এই নির্দেশের।
বাংলা খবর/ছবি/কলকাতা/
OBC Reservation in West Bengal: রাজ্যের নয়া ওবিসি বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের! কলেজে ভর্তি, চাকরিতে নিয়োগ-সহ একাধিক বিষয়ে জটিলতা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল