TRENDING:

Calcutta High Court: 'আপনারা কি নিজেদের আদালতের ওপরে ভাবছেন!' NIA-কে তুমুল ভর্ৎসনা বিচারপতির! কলকাতা হাইকোর্টে বিরাট কাণ্ড, কোন মামলায় জানেন?

Last Updated:
Calcutta High Court: অপারগ হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের।
advertisement
1/6
'আপনারা কি নিজেদের আদালতের ওপরে ভাবছেন!' দাড়িভিট মামলায় NIA-কে তুমুল ভর্ৎসনা হাইকোর্টের
দাড়িভিট কাণ্ডে হাইকোর্টে তিরস্কৃত NIA। '১৪ মাস তদন্তে অগ্রগতি কোথায়? NIA অফিসার নিজেদের আদালতের ওপরে ভাবছে!', এমনই মন্তব্য করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ৯ জুলাই পর্যন্ত ডেডলাইন NIA-কে। দাড়িভিট তদন্তে অগ্রগতি দেখাতে নির্দেশ NIA-কে।
advertisement
2/6
অপারগ হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের। ২০১৮ সালে দাড়িভিট কাণ্ডে ২ জন গুলিবিদ্ধ হয়ে খুন হয়। NIA তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। এরপর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। NIA তদন্ত বহাল রাখে ডিভিশন বেঞ্চও।
advertisement
3/6
২০২৪ সালের ৩ এপ্রিল তদন্তে অগ্রগতি রিপোর্ট পেশ করতে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। আদালতে অভিযোগ, এনআইএ তদন্তের কিছুই না করার। ওই ঘটনায় মৃত রাজেশ সরকার, তাপস বর্মনের দেহ এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। অভিযুক্ত পুলিশ, অথচ কাউকেই জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আবেদন পর্যন্ত করা হয়নি।
advertisement
4/6
ঘটনায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যে তার বোনকে উদ্ধার করতে যায়, পুলিশের গুলিতে সে নিহত হয়। অন্যদিকে ওই ঘটনায় সংলগ্ন একটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে থাকা যুবকেরও মৃত্যু হয় পুলিশের গুলিতে। ঘটনার সঙ্গে পুলিশ আধিকারিকরা যুক্ত থাকায় সঠিক তদন্ত হচ্ছে না, এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার।
advertisement
5/6
পরিবারের পক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়। একক বেঞ্চ সেই ক্ষতিপূরণের নির্দেশ দেয়। কিন্তু সরকার ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চায়। পরিবার প্রত্যাখ্যান করে। পাশাপাশি একক বেঞ্চ ঘটনার গুরুত্ব বুঝে এনআইএ তদন্তের নির্দেশিকা জারি করে।
advertisement
6/6
'ত্রুটিযুক্ত তদন্ত প্রক্রিয়া করেছে রাজ্যের পুলিশ। গুলিতে মৃত্যু অথচ গুলি পর্যন্ত সংরক্ষণ করা হয়নি পদ্ধতি মেনে।' আদালতে সওয়াল NIA আইনজীবী'র। কিন্তু উল্টে এনআইএ-কেই ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Calcutta High Court: 'আপনারা কি নিজেদের আদালতের ওপরে ভাবছেন!' NIA-কে তুমুল ভর্ৎসনা বিচারপতির! কলকাতা হাইকোর্টে বিরাট কাণ্ড, কোন মামলায় জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল