Calcutta High Court: 'আজই এফআইআর করুন!' আসানসোল পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক কলকাতা হাইকোর্ট! যা ঘটল, তুমুল শোরগোল বাংলায়
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: আসানসোল পুরসভার বিরুদ্ধে FIR করার কড়া বার্তা কলকাতা হাইকোর্টের। 'কীভাবে আসানসোল পুরসভা ২০ লক্ষ টাকা নেয়?
advertisement
1/5

কলকাতা: কলকাতা হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ আসানসোল পুরসভার বিরুদ্ধে। '২০ লাখে বেআইনি নির্মাণ ভাঙা রদ।' '২০ লাখ টাকা দিলে ভাঙা হবে না বেআইনি নির্মাণ। আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি। প্রথম দফায় ২০ লাখ দেওয়ার পর ফের ২০ লাখ টাকা দাবি।''
advertisement
2/5
'বারবার এভাবেই টাকা চাইছে পুরসভা।', হাইকোর্টে অভিযোগ মামলাকারী আইনজীবীর। আসানসোল পুরসভার টাকা তোলার ধরণে বিস্মিত বিচারপতি গৌরাঙ্গ কান্ত।
advertisement
3/5
আসানসোল পুরসভার বিরুদ্ধে FIR করার কড়া বার্তা। 'কীভাবে আসানসোল পুরসভা ২০ লক্ষ টাকা নেয়? আজই আসানসোল পুরসভার বিরুদ্ধে FIR করে আসুন। ঘটনা জানিয়ে অভিযোগ করুন৷ আজই FIR করুন। সোমবার মামলার জরুরি শুনানি করবে আদালত।', পর্যবেক্ষণ বিচারপতি গৌরাঙ্গ কান্তে'র।
advertisement
4/5
আসানসোলে থাকা কারখানার সম্প্রসারণ চেয়ে আবেদন সংস্থার। প্রাথমিক ভাবে মতামত দিলেও পরে পুরসভা বেঁকে বসে। নির্মাণ বেআইনি বলে ভাঙার নোটিস ধরায় আসানসোল পুরনিগম।
advertisement
5/5
৫ জুলাই ডিমোলিশন দিন বেআইনি নির্মাণ রদ হয় ২০ লক্ষ টাকা পুরসভাকে দেওয়ায়। পরে আবার ২০ লাখ দাবি পুরসভার। মামলা করে হাইকোর্টে আসে সংস্থা। সেই মামলার জরুরি শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করে সংস্থার আইনজীবী হরেরাম সিং।