TRENDING:

ফণীর দাপটে ফুটে উঠেছে আতঙ্কের ছবি, বাস চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা

Last Updated:
advertisement
1/4
ফণীর দাপটে ফুটে উঠেছে আতঙ্কের ছবি, বাস চলাচাল ব্যাহত হওয়ার আশঙ্কা
ফণীর দাপটে কলকাতা থেকে ভূবনেশ্বর, পূরীগামী বিভিন্ন বাসেই ফুটে উঠেছে আতঙ্কের ছবি। চালক থেকে যাত্রী- সবার মধ‍্যেই গন্তব‍্যে পৌঁছানোর বিষয়ে অনিশ্চয়তা। যাত্রীদের ওড়িশা রওনা হওয়া নিয়ে চিন্তায় আত্মীয় পরিজনেরাও। বাস অপারেটরদের দাবি, ফণীর আশঙ্কা দেখলে মাঝপথেই থামিয়ে দেওয়া হবে বাস।
advertisement
2/4
শক্তি বাড়িয়ে এগোচ্ছে সুপার সাইক্লোন ফণী। পুরী থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান। কলকাতা থেকে ৯৪০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। শুক্রবার দুপুরে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। ওড়িশার বারোটি জেলায় সতর্কতা জারি। পর্যটকদেরও পুরী ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
3/4
শুক্রবার ওড়িশায় আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় উপকূল ধরে বাংলার দিকে এগোবে। তার জেরে পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। রাজ্যের আট জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
4/4
শনিবার রাজ্যে বৃষ্টি বাড়বে বলেও সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাজ্য প্রশাসনের। নবান্নে কন্ট্রোল রুম থেকে চব্বিশ ঘণ্টা নজরদারি চলছে। আজ বিভিন্ন দফতরের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন মুখ্যসচিব।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ফণীর দাপটে ফুটে উঠেছে আতঙ্কের ছবি, বাস চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল