Buddhadeb Last Journey Route And Time: শুক্রবার শেষ যাত্রায় বুদ্ধবাবু, পিস ওয়ার্ল্ড থেকে NRS মেডিক্যাল কলেজ, একনজরে কমরেডের 'অন্তিম' সফরসূচি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Buddhadeb Last Journey Route And Time: দুপুরে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে। সেখানেই শায়িত রয়েছেন প্রবাদপ্রতিম রাজনীতিবিদ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার তাঁর শেষ যাত্রা।
advertisement
1/7

বৃহস্পতিবার সকালেই বড় অঘটন ঘটে গেল বাংলার বুকে। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়। আকস্মিক প্রয়াণে আপামর বাঙালি কার্যত বাকরুদ্ধ, শোকাহত।
advertisement
2/7
এদিন দুপুরে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে। সেখানেই শায়িত রয়েছেন প্রবাদপ্রতিম রাজনীতিবিদ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার তাঁর শেষ যাত্রা। আনুষ্ঠানিক ভাবে ও সরকারি তরফে প্রিয় কমরেডকে জানানো হবে চিরবিদায়।
advertisement
3/7
একনজরে দেখে নেওয়া যাক, বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার সূচি:সময়সূচি মেনে সকাল সাড়ে দশটায় সম্পূর্ণ নিরাপত্তায় পিস ওয়ার্ল্ড থেকে রওনা হবে বুদ্ধবাবুর মরদেহ। প্রয়াত রাজনীতিবিদ, সিপিআইএম-এর প্রবীণ নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শায়িত থাকবে সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত।
advertisement
4/7
বিধানসভা থেকে বুদ্ধবাবুর মরদহ এরপর নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিট। সেখানে বারোটা থেকে বেলা ৩টে ১৫ পর্যন্ত শায়িত থাকবে মরদেহ।
advertisement
5/7
বেলা তিনটে বেজে তিরিশ মিনিট থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে।
advertisement
6/7
তিনটে বেজে ৪৫ মিনিট নাগাদ সেখান থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার সূচনা, যা শেষ হবে নীলরতন সরকার মেডিকেল কলেজে।
advertisement
7/7
বিকেল চারটেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরণোত্তর দেহদান করা হবে এনআরএস হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের গবেষণার জন্য। আজ রাতভোর মরদেহ সংরক্ষণ করে রাখা থাকবে পিস ওয়ার্ল্ডে।