TRENDING:

Buddhadeb Bhattacharya: টুকটাক কথা বলছেন বুদ্ধদেব, শরীরে হিমোগ্লোবিন কম থাকায় রক্ত দেওয়ার সিদ্ধান্ত, পুরোপুরি সরেনি বাইপ্যাপ

Last Updated:
শনিবার রাতেই তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়৷ পরে রবিবার, ট্রান্সফার করা হয় ইনভেসিভ ভেন্টিলেশনে৷ তারপরে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয়৷ গত সোমবার বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
1/7
টুকটাক কথা বলছেন বুদ্ধদেব, শরীরে হিমোগ্লোবিন কম থাকায় রক্ত দেওয়ার সিদ্ধান্ত
আগের চেয়ে এখন অনেকটাই ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ গত মঙ্গলবার রাতে হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ৮.৬ এ নেমে এসেছে৷ অথচ, তাঁর শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকায় হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক অর্থাৎ, ১২-১৫ এর মধ্যে রাখাটা জরুরি৷ সেই কারণে তাঁকে রক্ত দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা৷
advertisement
2/7
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও রাইলস টিউবের মাধ্যমেই খাদ্য-পানীয় দেওয়া হচ্ছে বুদ্ধদেববাবুকে৷ ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে কড়া অ্যান্টিবায়োটিক৷ এর আগেই জানানো হয়েছিল, কড়া ডোজের অ্যান্টিবায়োটিকের প্রভাব পড়ছিল বুদ্ধবাবুর কিডনিতে৷ সেই কারণে তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশ বেড়ে গিয়েছিল৷ তবে, হাসপাতাল সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা এখন অনেকটাই নিয়ন্ত্রণে৷
advertisement
3/7
এদিন চিকিৎসকদের সঙ্গে একটু-আধটু কথাও বলেছেন বুদ্ধবাবু৷ শরীরের সমস্যার কথা চিকিৎসক এবং ঘনিষ্ঠদের জানাতে পারছেন৷
advertisement
4/7
একটানা অনেকক্ষণ বাইপ্যাপ সাপোর্টে রাখা হচ্ছে না বুদ্ধবাবুকে৷ এখন ৫-৬ ঘণ্টা বাইপ্যাপ চলার পর কিছুক্ষণ বিশ্রাম দিয়ে আবার চালানো হচ্ছে।
advertisement
5/7
হাসপাতাল সূত্রের খবর, বুদ্ধদেবের শরীরে অক্সিজেনের মাত্রা বর্তমানে ৯০ শতাংশের বেশি৷ রক্তচাপও স্বাভাবিক৷ এছাড়া, দিনে দুবার ‘চেস্ট ফিজিওথেরাপি’৷ বুদ্ধবাবুর অ্যান্টিবায়োটিকের কোর্স চলবে বৃহস্পতিবার পর্যন্ত৷
advertisement
6/7
গত শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শ্বাসকষ্টের সমস্যার কারণে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে৷ তার আগের দু-তিন দিন প্রায় কিছুই খেতে পারেননি তিনি৷
advertisement
7/7
শনিবার রাতেই তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়৷ পরে রবিবার, ট্রান্সফার করা হয় ইনভেসিভ ভেন্টিলেশনে৷ তারপরে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয়৷ গত সোমবার বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Buddhadeb Bhattacharya: টুকটাক কথা বলছেন বুদ্ধদেব, শরীরে হিমোগ্লোবিন কম থাকায় রক্ত দেওয়ার সিদ্ধান্ত, পুরোপুরি সরেনি বাইপ্যাপ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল