advertisement
1/5

দেশ এখন মেতে রয়েছে বায়ুসেনা ফেরার আনন্দে! এদিকে গতকাল রাতে জলে ডুবে মারা গেলেন এক বিএসএফ জওয়ান। photo source collected
advertisement
2/5
নাম সনাতন সোরেন। জওয়ানের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। জওয়ান ডিউটিতে ছিলেন। উত্তর ২৪ পরগোনার স্বরূপনগর থানার গোবিন্দপুর সীমান্তের কাছে ডিউটিতে ছিলেন। photo source collected
advertisement
3/5
এলাকা সূত্রে জানা যায় গভীর রাতে কর্মরত অবস্থায় এলাকার একটি ছোট পুকুরে পড়ে যান সনাতন! photo source collected
advertisement
4/5
সনাতনের অন্য সঙ্গীরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করে। এরপর ওখানেই একটি পুকুর থেকে সনাতনের দেহ উদ্ধার হয়। photo source collected
advertisement
5/5
এরপর সারাফুল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। বসিরহাট জেলা হাসপাতালে আজ তার ময়নাতদন্ত হবে। photo source collected