TRENDING:

Black Fungus in Kolkata: দুয়ারে নতুন সংকট, আশঙ্কা বাড়িয়ে আরও এক ব্ল্যাক ফাঙ্গাস রোগীর খোঁজ কলকাতায়!

Last Updated:
ফের আরও এক মিউকরমাইকোসিস (Mucormycosis) রোগীর খোঁজ মিলল কলকাতায়। সদ্য করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ফলে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) নিয়ে আতঙ্ক বাড়ছে রাজ্যে।
advertisement
1/5
দুয়ারে নতুন সংকট, আশঙ্কা বাড়িয়ে আরও এক ব্ল্যাক ফাঙ্গাস রোগীর খোঁজ কলকাতায়!
করোনার দ্বিতীয় ঢেউতে (Corona Second Wave) কাঁপছে গোটা দেশ। এরই মধ্যে কালো ছত্রাকের (Black Fungus) ছোবলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে কলকাতায়। শুক্রবারই কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মৃত্যু হয়েছে হরিদেবপুরের বাসিন্দা শম্পা চক্রবর্তী (৩২) নামে এক মহিলার। তিনি করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে (মিউকরমাইকোসিস) আক্রান্ত হয়েছিলেন। এবার আরও এক মিউকরমাইকোসিস রোগীর খোঁজ মিলল কলকাতায়।
advertisement
2/5
ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আখ্যা দিয়েছে কেন্দ্র। বহু রাজ্যেই ব্যাপক হারে ছড়াচ্ছে এই নতুন আতঙ্ক। বাদ নেই বাংলাও। শুক্রবার মৃত্যুর পর এবার আরও এক ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের খোঁজ মিলল। মধ্যবয়স্ক এক করোনা জয়ী ফের মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন বলে খবর। তিনি ভর্তি আরএন টেগোর হাসপাতালে। সূত্রের খবর, করোনা মুক্ত হয়ে বাড়ি যাওয়ার পর ফের অসুস্থ হন। এরপর ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হল, তাঁর শরীরে মিউকরমাইকোসিসের হদিশ মেলে।
advertisement
3/5
তবে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। আগামীকালই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে, রাজ্যে ফের নতুন করে মিউকরমাইকোসিস আক্রান্তের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
4/5
করোনার প্রবল আক্রমণের মাঝে তাই ব্ল্যাক ফাঙ্গাসের মোকাবিলাতেও কোমর বেধে তৈরি হচ্ছে রাজ্য। কারও শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের খোঁজ মিলছ কিনা, সব জেলাকে সেই বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবন থেকে। বৃহস্পতি ও শুক্রবার পরপর দুদিন এ নিয়ে দফায় দফায় বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যকর্তারা।
advertisement
5/5
রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মিউকরমাইকোসিস নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এর পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার প্রোটোকল ও একটি নির্দেশিকাও তৈরি করেছে স্বাস্থ্য দফতর।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Black Fungus in Kolkata: দুয়ারে নতুন সংকট, আশঙ্কা বাড়িয়ে আরও এক ব্ল্যাক ফাঙ্গাস রোগীর খোঁজ কলকাতায়!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল