TRENDING:

BJP Nabanna Abhijan: মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস, জলকামান! পাল্টা ইট-পাথর বিজেপির! শহরজুড়ে ধুন্ধুমার

Last Updated:
BJP Nabanna Abhijan: যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। শহরের বিভিন্ন প্রান্তে গেরুয়া বাহিনীর মিছিল আটকাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চতুর্দিক। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
advertisement
1/9
মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস, জলকামান, পাল্টা ইট-পাথর BJP-র! শহরজুড়ে ধুন্ধুমার
বিজেপির নবান্ন অভিযান রুখতে পুলিশে ছয়লাপ গোটা কলকাতা। বেলা বাড়তেই ক্রমশ রণক্ষেত্রের চেহারা নেয় শহর কলকাতার ও নবান্ন অভিমুখী একাধিক এলাকা।
advertisement
2/9
বিশাল বাহিনীর পুলিশ নামানো হয়েছে রাস্তায় রাস্তায়। বাস প্রায় নেই। চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
advertisement
3/9
যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। শহরের বিভিন্ন প্রান্তে গেরুয়া বাহিনীর মিছিল আটকাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চতুর্দিক। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
advertisement
4/9
হাওড়া স্টেশন থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে নবান্নমুখী মিছিল শুরু হয়েছে। দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালও রয়েছেন এই মিছিলে। প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষও এই মিছিলে পা মেলাচ্ছেন।
advertisement
5/9
অন্যদিকে, বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র সাঁতরাগাছি। লোহার ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা।
advertisement
6/9
নবান্ন অভিযানে মঙ্গলবার তিন দিক থেকে বিজেপির মিছিল নবান্নের দিকে পৌঁছতে সচেষ্ট। অন্যদিকে প্রশাসনও কড়া। নবান্নের ধারেকাছে ঘেঁষবে না মিছিল। রাস্তায় হাজার হাজার পুলিশ।
advertisement
7/9
ব্যারিকেড ভাঙতে না পেরে টপকানোর চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
advertisement
8/9
পরিস্থিতি সামলাতে পাল্টা জলকামান-কাঁদানে গ্যাস পুলিশের। ছোড়া হচ্ছে জলকামান, বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত, রণক্ষেত্র সাঁতরাগাছি।
advertisement
9/9
ব্যারিকেড ভাঙতে না পেরে টপকানোর চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকেরা। ছোড়া হচ্ছে পাথর। বাঁশের ব্যারিকেড ভেঙে উপড়ে তাই ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। ভাঙা হয়েছে পুলিশের কিয়োস্ক। ফাটানো হচ্ছে টিয়ার গ্যাসের সেল।
বাংলা খবর/ছবি/কলকাতা/
BJP Nabanna Abhijan: মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস, জলকামান! পাল্টা ইট-পাথর বিজেপির! শহরজুড়ে ধুন্ধুমার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল