TRENDING:

Birbhum News: 'ফুল নয়, আগুন!' পুষ্পা-স্টাইলে কেক কেটে জন্মদিনে যা করলেন অনুব্রত... দেখলে চমকাবেন!

Last Updated:
 "ফুল নয়, আগুন!" পুষ্পা-স্টাইলে ৫০ কেক কেটে জন্মদিনে দাপট দেখালেন অনুব্রত! দেখুন কী করলেন অনুব্রত।
advertisement
1/5
'ফুল নয়, আগুন!' পুষ্পা-স্টাইলে কেক কেটে জন্মদিনে যা করলেন অনুব্রত... দেখলে চমকাবেন!
বীরভূম, সুদীপ্ত গড়াই: দক্ষিণী সুপারহিট সিনেমা 'পুষ্পা দ্য রাইজ' এ অল্লু অর্জুনের বিখ্যাত সংলাপ "ফুল নয়, আগুন" সেই সংলাপই এবার জায়গা করে নিল জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের জন্মদিনের কেকে। দুবরাজপুর পুরপ্রতিনিধিদের একাংশ বিশেষভাবে সেই সংলাপ লিখে সাজিয়ে নিয়ে হাজির হন তাঁর কাছে। শুক্রবার সন্ধ্যায় সেই কেক হাতে পেয়ে খুশি 'দাদা', জানালেন দলের স্থানীয় নেতৃত্ব।
advertisement
2/5
সিউড়ি তৃণমূল পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের ছবি সামনে রেখে বেলুন-আলোয় সাজানো হয় ঘর। কর্মী-সমর্থকেরা কেক কেটে উদযাপন করেন ‘দাদা’র ৬৫তম জন্মদিন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
এ বছরই প্রথমবার কেক কেটে ঘটা করে জন্মদিন পালন করলেন অনুব্রত মণ্ডল। জানা যায়, দিনভর তিনি কেটেছেন ৫০টিরও বেশি কেক। বাড়ির সামনে ভিড় করেন অনুগামী, সমর্থক ও দলের কর্মীরা তোড়া, উপহার, মিষ্টি, উত্তরীয় নিয়ে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
পরিবার এবং দলের মানুষের শুভেচ্ছায় আবেগতাড়িত অনুব্রত জানান "এই প্রথম জন্মদিনে কেক কাটলাম… পরিবারে জন্মদিন পালনের রীতি নেই।" তাঁকে উপহার হিসেবে দেওয়া হয় ফোটো ফ্রেম।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
জন্মদিনে বাড়িতে ছিল পাঁচ রকম ভাজা, শাক, ফুলকপি-আলুর মাছের ঝোল, পোস্ত বড়া, বাঁধাকপির তরকারি, মাছের মাথার টক এবং পটল-চিংড়ির পদ। তবে তিনি চিংড়ি বাদ দিয়ে কেবল পটল খান। শেষে ছিল পরিবারের রীতি মেনে পায়েস।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/কলকাতা/
Birbhum News: 'ফুল নয়, আগুন!' পুষ্পা-স্টাইলে কেক কেটে জন্মদিনে যা করলেন অনুব্রত... দেখলে চমকাবেন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল