TRENDING:

Bikash Ranjan Bhattacharya: 'আদালত কুণাল ঘোষকে এখনই জেলে পাঠাচ্ছে না', বিকাশরঞ্জনের মামলায় কুণালের বিরুদ্ধে রুল জারি! বড় ষড়যন্ত্র দেখছেন কুণাল

Last Updated:
Bikash Ranjan Bhattacharya: সোমবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চে। যেহেতু কুণাল ঘোষ সহ কোনও অভিযুক্ত জবাবি হলফনামা দেননি, তাই কোর্ট সকলের বিরুদ্ধে রুল জারি করেন।
advertisement
1/6
'আদালত কুণাল ঘোষকে এখনই জেলে পাঠাচ্ছে না', বিকাশের মামলায় কুণালের বিরুদ্ধে রুল জারি
আদালতের অবমাননা ও আইনজীবী হেনস্থার অভিযোগে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং আরও সাতজনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম-এর প্রতি অবমাননাকর আচরণের ঘটনায় সোমবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
2/6
সোমবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চে। যেহেতু কুণাল ঘোষ সহ কোনও অভিযুক্ত জবাবি হলফনামা দেননি, তাই কোর্ট সকলের বিরুদ্ধে রুল জারি করেন। পরবর্তী শুনানি ১৬ জুন। কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, ''আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং গতকাল রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি আজ। কোর্ট আরেকটু সময় দিলে জমা হয়ে যাবে।''
advertisement
3/6
বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী ভট্টাচার্য বলেন, ''আমরা সকলের ক্ষেত্রেই রুল জারি করছি। আদালত কুণাল ঘোষকে জেলে পাঠাচ্ছে না এখনই। তবে আদালত অবমাননার 'রুলে'র উত্তর দিতেই হবে তাঁকে।''
advertisement
4/6
কুণালের আইনজীবীরা বলেন, ''বিতর্কিত বিক্ষোভের ঘটনার দিন কুণাল ঘটনাস্থলেই ছিলেন না। ওই একই সময়ে তিনি সংবাদমাধ্যমের একটি রেকর্ডিংয়ে রাজারহাটে ছিলেন। বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে।''
advertisement
5/6
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, "ওই বিক্ষোভের সময় আমি ছিলাম না। কোর্ট চত্বরে ওসব আচরণ সমর্থনও করি না। কোন যন্ত্রণা থেকে এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীরা ওই অসংযত আচরণ করেছেন, সেটা ওঁরা জানেন। ওই কাণ্ড আমি সমর্থন করি না। কিন্তু বিজেপি, বাম আর কংগ্রেস স্রেফ আমাকে জড়ানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম দিয়েছে। তিন বিচারপতির বেঞ্চে আমার পূর্ণ আস্থা আছে। তাঁরা বুঝবেন, অকারণে এই ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে।" 
advertisement
6/6
এদিন কুণালদের বিরুদ্ধে কোর্টে কার্যত একজোট ছিলেন সিপিএম, বিজেপি, কংগ্রেসের আইনজীবীরা। কুণাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "যে কর্মপ্রার্থীরা একসময়ে দেখেছিলেন তাঁদের ধর্নামঞ্চে বাম, বিজেপি আইনজীবীরা গিয়ে সমর্থন করছেন, রাজ্য সরকার তাদের চাকরির ব্যবস্থা করার পর এখন সেই আইনজীবীদেরই কয়েকজন পাল্টা মামলা করে জটিলতা তৈরি করছেন বলে অভিযোগ। আমরা এদের চাকরির পক্ষে। ছেলেমেয়েগুলি বিপন্ন অবস্থায় আছে। তবে কোর্ট চত্বরে কোনো বিশৃঙ্খলা বা আপত্তিকর আচরণ একেবারেই ঠিক হয়নি।"
বাংলা খবর/ছবি/কলকাতা/
Bikash Ranjan Bhattacharya: 'আদালত কুণাল ঘোষকে এখনই জেলে পাঠাচ্ছে না', বিকাশরঞ্জনের মামলায় কুণালের বিরুদ্ধে রুল জারি! বড় ষড়যন্ত্র দেখছেন কুণাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল