Big Weather Update: লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে তাপমাত্রা, বৃষ্টি না গরম! দোলের ওয়েদার আপডেট এক ক্লিকে
- Published by:Debalina Datta
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Forecast: দোল ও হোলি উৎসবে উষ্ণ আবহাওয়া থাকবে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। মার্চের শুরু থেকেই হাওয়া বদল। ক্রমশ বাড়বে তাপমাত্রা।
advertisement
1/8

দোল ও হোলি উৎসবে উষ্ণ আবহাওয়া থাকবে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। মার্চের শুরু থেকেই হাওয়া বদল। ক্রমশ বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। Photo- Representative
advertisement
2/8
আগামী ৪৮ ঘণ্টায় একই রকম আবহাওয়া দক্ষিণবঙ্গে। মার্চের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা। মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় আবহাওয়ার বদল হবে মার্চের শুরুতে।
advertisement
3/8
দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং- এ হালকা বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া।
advertisement
4/8
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টা একইরকম আবহাওয়া থাকবে। বুধবার থেকে হাওয়া বদল হবে। পূবালি হাওয়ার দাপট থাকবে। জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে।
advertisement
5/8
মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকালের তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
6/8
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ মঙ্গলবার ২৮ শে ফেব্রুয়ারি। উত্তর পূর্ব বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
7/8
নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে আজ মঙ্গলবার। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর ভ্যালি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুদিন কাশ্মীর ভ্যালি ও হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস। পাঞ্জাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায় এবং বুধবার চন্ডিগড় ও হরিয়ানাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
8/8
দেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আগামী কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। গুজরাতে আগামী দু-তিন দিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তারপর থেকে দুদিনে আবার তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আগামী তিন দিনে দুই ডিগ্রি মতন বাড়তে পারে।