Bengal Weather Update: বড়দিনে শীতের কামড়! ১৩–১৪ ডিগ্রিতে নামতে পারে পারদ, কুয়াশায় ঢাকবে একাধিক জেলা
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Bengal Weather Update: আজ থেকে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী। দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রার এই পরিবর্তন। তারপর তাপমাত্রা একই থাকবে পরবর্তী কয়েক দিনে।
advertisement
1/6

বড়দিনে কলকাতায় তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। রাজ্যে পারদ নামছে। আজ থেকে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী। দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রার এই পরিবর্তন। তারপর তাপমাত্রা একই থাকবে পরবর্তী কয়েক দিনে।
advertisement
2/6
উত্তরবঙ্গে আরো ২৪ ঘন্টা কুয়াশার সতর্কবার্তা।কলকাতায় হালকা কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের জেলাতে। আজ ঘন কুয়াশা দু এক জায়গায় হতে পারে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে। কলকাতা সহ বাকি জেলায় হালকা /মাঝারি কুয়াশার সম্ভাবনা।
advertisement
3/6
সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে। সপ্তাহের বাকি দিনগুলিতে অর্থাৎ শনিবার পর্যন্ত ধীরে ধীরে নামবে পারদ। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা এইরকম থাকতে পারে। কলকাতা সহ উপকূলের জেলায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
4/6
উত্তরে পার্বত্য এলাকায় ৪ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। ওপরের পাঁচ জেলায় ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। এবং মালদা সহ নীচের জেলাতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
advertisement
5/6
কলকাতা-আজ সামান্য নামলো পারদ। কাল ২৫শে ডিসেম্বর থেকে আরো পারদ নামবে। শীতের আমেজ বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা পরবর্তী ২/৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। আজ কুয়াশার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। কাল থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
advertisement
6/6
কলকাতার তাপমান।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।