TRENDING:

Bengal Bjp: অন্দরের ক্ষোভ মেটাতে সহায় সরস্বতী পুজো? অভিনব পরিকল্পনায় রাজ্য বিজেপি!

Last Updated:
Bengal Bjp: বিক্ষুব্ধদের অনেক নেতাকেই আমন্ত্রণ জানানো হচ্ছে বঙ্গ বিজেপির এই সরস্বতী পুজোয়।
advertisement
1/5
অন্দরের ক্ষোভ মেটাতে সহায় সরস্বতী পুজো? অভিনব পরিকল্পনায় রাজ্য বিজেপি!
রাজ্য বিজেপির অন্দরে চাপানউতোর, কিন্তু দলের বিক্ষোভের মাঝেই এবার মেলবন্ধনের বার্তা। রাজ্য বিজেপির সদর দফতর, মুরলীধর সেন লেনে এবার বড় করে বাগদেবীর আরাধনা হতে চলেছে। শুধু তাই নয়, ২ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণও করা হবে।
advertisement
2/5
উল্লেখযোগ্য বিষয় হল, বিক্ষুব্ধদের অনেক নেতাকেই আমন্ত্রণ জানানো হচ্ছে এই সরস্বতী পুজোয়। রাজ্য দফতরের ভেতরে হবে পুজো আর ঠিক বাইরে হবে বিচিত্রানুষ্ঠান।
advertisement
3/5
প্রসঙ্গত, বুধবারই বঙ্গ বিজেপি-তে আবারও বড়সড় ভাঙনের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আরও সাত থেকে আটজন বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে যোগ দিতে চাইছেন৷ তাঁদেরকে দলে নিতে তাঁর যে আপত্তি নেই, বুধবার তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷
advertisement
4/5
ফলে ওই বিজেপি বিধায়কদের তৃণমূলে (TMC) যোগ দেওয়া এবার সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সম্প্রতি শান্তনু ঠাকুরের নেতৃত্বেও বিজেপি-তে একটা অংশ বেসুরো গাইতে শুরু করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। সেই বিধায়কদের কথাই তৃণমূল নেত্রী বলেছেন কিনা, তা নিয়ে আলোচনা বঙ্গ বিজেপির অন্দরেও।
advertisement
5/5
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে একের পর এক বিধায়ক এবং নেতা তৃণমূলের ফিরতে শুরু করেছেন৷ এঁদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম ছিল মুকুল রায়৷ এ ছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তের মতো শাসক দল ছেড়ে বিজেপি-তে যাওয়া নেতারাও তৃণমূলে ফিরে এসেছেন৷ শিবির বদল করেছেন মুকুল রায় সহ মোট পাঁচজন বিধায়ক৷ সেই তালিকায় রয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কালিয়াগঞ্জের সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ এই পরিস্থিতিতে দলে ভাঙন আটকাতে এবং বিক্ষুব্ধদের ক্ষোভ প্রশমনে সরস্বতী পুজোকেই হাতিয়ার করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Bengal Bjp: অন্দরের ক্ষোভ মেটাতে সহায় সরস্বতী পুজো? অভিনব পরিকল্পনায় রাজ্য বিজেপি!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল