পয়লা সেপ্টেম্বর থেকে খুলছে বার, রেস্তোরাঁতেও মদ বিক্রির অনুমতি রাজ্যের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মার্চ মাসের ২৫ তারিখ থেকে লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বারগুলি বন্ধ করে দেয় প্রশাসন।
advertisement
1/6

মদ প্রেমীদের জন্য সুখবর৷ পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যে বার খুলে যাচ্ছে৷ বারের পাশাপাশি রেস্তোরাঁতেও মদ বিক্রি করা যাবে মঙ্গলবার থেকে৷
advertisement
2/6
রাজ্য সরকারের নির্দেশ, বার ও রেস্তোরাঁয় কড়া ভাবে করোনা বিধি মেনেই মদ বিক্রি করা যাবে৷ পাঁচ মাস পর রাজ্যের হোটেল ও রেস্তোঁরাগুলিতে মদ বিক্রির ছাড়পত্র দেওয়া হল৷
advertisement
3/6
মার্চ মাসের ২৫ তারিখ থেকে লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বারগুলি বন্ধ করে দেয় প্রশাসন। মে মাসের ৪ তারিখে রাজ্যের সরকার অনুমোদিত মদের দোকানগুলি খোলার নির্দেশ দেয়। তবে বেশ কিছু শর্ত চাপানো হয়।
advertisement
4/6
advertisement
5/6
রাজ্য সরকারের কোষাগারে একটি বড় অংশই আসে আফগারি রাজস্ব থেকে৷ লকডাউন চলাকালীন মদ বিক্রি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাওয়ায় কোষাগারে ব্যাপক টান পড়ে৷ পরবর্তীকালে কেন্দ্র মদের দোকান খোলার অনুমতি দিলে কোষাগারের ঘাটতি মেটাতে ৩০ শতাংশ আফগারি শুল্ক বৃদ্ধি করে রাজ্য সরকার৷
advertisement
6/6
একলাফে ৩০ শতাংশ আফগারি শুল্ক বেড়ে যাওয়ায় জুন, জুলাই মাসে মদের বিক্রিতে ভাঁটা পড়ে৷ মদের দাম কতটা কমবে, তা সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে৷