Bank Viral News: মোবাইল নম্বর বদলে অ্যাকাউন্ট থেকে UPI করে উধাও কোটি কোটি টাকা, আসল গ্রাহক জানেনই না! কলকাতার ব্যাঙ্কে মারাত্মক কাণ্ড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Bank Viral News: হেয়ার স্ট্রিট থানার পুলিশ জানতে পারে যে, বিদেশে বসবাসকারী ওই বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক সেজে ওই শাখায় গিয়েছিল কোনও এক ব্যক্তি। কিন্তু টাকা তোলার ব্যাপারে তিনি কিছু জানেনই না।
advertisement
1/8

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত গ্রাহকের মোবাইল নম্বর বদলে দিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
advertisement
2/8
তবে ওই অ্যাকাউন্টে থাকা আরও ৩ কোটি ১৫ লক্ষ টাকা লুঠ হওয়া থেকে আটকাতে পেরেছে পুলিশ।
advertisement
3/8
পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে তাদের থানায় অভিযোগ দায়ের করে হেয়ার স্ট্রিট থানার একটি বেসরকারি ব্যাঙ্ক। অভিযোগে জানানো হয় যে, তাঁদের ব্যাঙ্কের এক গ্রাহক যিনি বিদেশে থাকেন, তাঁর অ্যাকাউন্টের প্রায় সাড়ে তিন কোটি টাকা ইউপিআইয়ের মাধ্যমে ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হয়েছে।
advertisement
4/8
অথচ বিদেশে বসবাসকারী ওই গ্রাহক এই টাকা তোলার ব্যাপারে কিছুই জানেন না। তদন্তে নেমে হেয়ার স্ট্রিট থানার পুলিশ জানতে পারে যে, বিদেশে বসবাসকারী ওই বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক সেজে ওই শাখায় গিয়েছিল কোনও এক ব্যক্তি।
advertisement
5/8
অভিযোগ, সে বিনা বাধায় আসল গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি বদলে দেয়।
advertisement
6/8
বদলানো সেই নম্বর থেকে ইউপিআইয়ের মাধ্যমে ওই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়। টাকা তোলা হয়েছে বুঝতে পেরে গ্রাহকের তরফে ব্যাঙ্কে যোগাযোগ করা হয়। তারপরেই বিষয়টি সামনে আসে।
advertisement
7/8
এর পরেই ব্যাঙ্কের তরফে অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করা হয়।
advertisement
8/8
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ব্যাঙ্কের গাফলতি ধরা পড়েছে। কীভাবে গ্রাহকের স্বাক্ষর যাচাই না করে মোবাইল নম্বর বদলানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।