Bangladeshi Arrest: 'বাংলাদেশ থেকে কীভাবে এলেন?', উত্তর দিতে গিয়ে আমতা-আমতা করতেই গ্রেফতার সিরাজুল! কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Bangladeshi: বিয়ের পর ভারতীয় ভোটার আধার তৈরির পরিকল্পনা ছিল বলে পুলিশ জানতে পেরেছে। সিরাজুলের দাবিতে তোলপাড়।
advertisement
1/9

রাজ্য পুলিশের হেফাজতে ফের এক বাংলাদেশি। সিরাজুল শেখ নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
advertisement
2/9
পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশ থেকে ভারতে আসার কোনও বৈধ নথি পাসপোর্ট কিছুই নেই ধৃত সিরাজুলের কাছে।
advertisement
3/9
তদন্তে উঠে এসেছে চার বছর আগে ঘোজাডাঙা সীমান্ত পেরিয়ে বেআইনি অনুপ্রবেশ করেন ধৃত।
advertisement
4/9
এখানে আসার পর মাস খানেক বারাসতে থাকেন। বছর খানেক মালঞ্চের কাছে ইট ভাটায় কাজ করতেন।
advertisement
5/9
বর্তমানে কোস্টাল থানা এলাকার রাধানগরে বিয়ে করেছেন ওখানেই থাকতেন।
advertisement
6/9
বিয়ের পর ভারতীয় ভোটার আধার তৈরির পরিকল্পনা ছিল বলে পুলিশ জানতে পেরেছে।
advertisement
7/9
কার মাধ্যমে বা সাহায্য নিয়ে অনুপ্রবেশ? জানতেই নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
advertisement
8/9
ধৃত সিরাজুলের সাথে বাংলাদেশ থেকে আরও চারজন এসেছিলেন। তাদের কাছেও বৈধ কোনও নথি, পাসপোর্ট নেই । তাদেরও খোঁজ পেতে চাইছে পুলিশ
advertisement
9/9
চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। (রিপোর্টার-- অমিত সরকার)