TRENDING:

TMC on Bangladesh: রবীন্দ্রনাথের কাছারিবাড়ি তছনছ বাংলাদেশে...বাঙালির ঐতিহ্য ভুলে যাচ্ছে ওপাড় বাংলা? জোরাল দাবি জানাল তৃণমূল

Last Updated:
ঘটনা সূত্রপাত গত ৮ জুন। বিশ্বকবির সিরাজগঞ্জের বাড়ি ঐতিহাসিকভাবে কাছারি বাড়ি নামেই অধিক পরিচিত। এখানেই রবীন্দ্র মেমোরিয়াল মিউজিয়াম গড়ে উঠেছে। সেই মিউজিয়ামে ওই দিন গিয়েছিলেন এক ব্যক্তি। সেই দর্শনার্থীর অভিযোগ, তাঁকে অফিস ঘরে আটকে রাখা হয়। শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছিল।
advertisement
1/6
রবীন্দ্রনাথের বাড়ি তছনছ বাংলাদেশে...বাঙালির ঐতিহ্য ভুলে যাচ্ছে ওরা? জোরাল দাবি TMC-র
লজ্জাজনক ঘটনা ঘটল বাংলাদেশে৷ বাঙালির ইতিহাস-ঐতিহ্যও কি ভুলতে বসেছে মুহম্মদ ইউনূসের বাংলাদেশ? এবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঠাকুর পরিবারের কাছারিবাড়িতেও হামলা চালাল দুষ্কৃতীরা। গত মঙ্গলবার বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারিবাড়িতে দুষ্কৃতীরা অবাধে ভাঙচুর চালায়।
advertisement
2/6
জানা গিয়েছে, আপাতত কাছারিবাড়িটিতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি কিনে নিয়েছিলেন। তখন এই কাছাড়িবাড়িটি ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল।
advertisement
3/6
কাছাড়িবাড়িতে হামলার জেরে বেশ কিছু মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হয়েছে। এদিকে এই ঘটনায় ইউনূসের দেশের পুলিশ স্বভাবতই নিষ্ক্রিয়। ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের চ্যানলে দেখা গেলেও পুলিশ কাউকে ধরতে পারেনি এখনও।
advertisement
4/6
ঘটনা সূত্রপাত গত ৮ জুন। বিশ্বকবির সিরাজগঞ্জের বাড়ি ঐতিহাসিকভাবে কাছারি বাড়ি নামেই অধিক পরিচিত। এখানেই রবীন্দ্র মেমোরিয়াল মিউজিয়াম গড়ে উঠেছে। সেই মিউজিয়ামে ওই দিন গিয়েছিলেন এক ব্যক্তি। সেই দর্শনার্থীর অভিযোগ, তাঁকে অফিস ঘরে আটকে রাখা হয়। শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছিল।
advertisement
5/6
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয়রা মিউজিয়ামের সামনে মানববন্ধন করছিলেন। এ সময় একদল লোক রবীন্দ্র-বিরোধী স্লোগান দিতে দিতে ভিতরে ঢুকে ভাঙচুর করতে থাকে। এই ঘটনায় দেশের প্রত্নতত্ত্ব বিভাগ একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি কিনে নিয়েছিলেন। তখন এই কাছাড়িবাড়িটি ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল।
advertisement
6/6
গোটা ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইল তৃণমূল কংগ্রেস। কেন্দ্র যেন দ্বিপাক্ষিক কথা বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেটা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অভিযোগ আইকন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওপর এই অত্যাচার বা হামলা মেনে নেওয়া হবে না।
বাংলা খবর/ছবি/কলকাতা/
TMC on Bangladesh: রবীন্দ্রনাথের কাছারিবাড়ি তছনছ বাংলাদেশে...বাঙালির ঐতিহ্য ভুলে যাচ্ছে ওপাড় বাংলা? জোরাল দাবি জানাল তৃণমূল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল