TRENDING:

Bangladesh News: 'অপারেশন সিঁদুরের' পরই পট পরিবর্তন! ভারত নাকি পাকিস্তান, কার দিকে বাংলাদেশ? বিজ্ঞপ্তিতে যা বলল ঢাকা...

Last Updated:
Bangladesh News: পাকিস্তানে ভারতের হামলার পরই খোলাখুলি সমর্থন করেছে ইজরায়েল। আমেরিকা উত্তেজনা কমানোর কথা বলেছে।
advertisement
1/10
'অপারেশন সিঁদুরের' পরই পট পরিবর্তন! ভারত নাকি পাকিস্তান, কার দিকে বাংলাদেশ? ঢাকা কী বলল...
গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও আর্থিক পদক্ষেপ করেছে ভারত। যার জেরে পাকিস্তানও তার আকাশসীমায় ভারতীয় বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল আগেই। এরই মধ্যে ভারত মঙ্গলবার রাতে 'অপারেশন সিঁদুর' চালিয়ে পাকিস্তানের বহু জঙ্গি শিবির ধ্বংস করেছে ভারত। এরপর থেকে শুধুমাত্র ভারত নয়, অন্যান্য দেশের বিভিন্ন উড়ান সংস্থার বিমানও বেশ কিছুদিন ধরে পাকিস্তানের আকাশ এড়িয়ে চলছে।
advertisement
2/10
পাকিস্তানে ভারতের হামলার পরই খোলাখুলি সমর্থন করেছে ইজরায়েল। আমেরিকা উত্তেজনা কমানোর কথা বলেছে। কিন্তু ভারতের আরেক প্রতিবেশী বাংলাদেশ? পাকিস্তানে ভারতের হামলার বেশ কিছু সময় পরে বাংলাদেশ বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করে।
advertisement
3/10
ভারত-পাকিস্তান উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সে দেশের বিদেশ মন্ত্রক বলেছে, ''কূটনৈতিক প্রচেষ্টায় চলমান উত্তেজনা কমবে এবং শান্তি বিরাজ করবে বলে আশাবাদী বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার।'
advertisement
4/10
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বলেন বাংলাদেশি বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তৌহিদের সঙ্গে ফোনালাপের সময় ইশাক নাকি ভারতের নামে অভিযোগ করেছিলেন।
advertisement
5/10
এরপরই তৌহিদ বলেছিলেন, 'বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায়। এখানে কোনও সংঘাত হোক, তা চায় না। তবে ভারত কিছু না বললে আগ বাড়িয়ে কিছু বলার প্রয়োজন দেখছে না বাংলাদেশ।'
advertisement
6/10
এদিকে, অপারেশন সিঁদুরের পর একদিকে যেমন চাঙ্গা রইল ভারতের শেয়ার বাজার। তেমনই ধসে গেল পাকিস্তান ও বাংলাদেশের শেয়ার বাজার। এদিকে, ভারতীয় বিমান বাহিনীর সফল এই অপারেশনের পর দিনভর চাঙ্গা রইল ভারতের শেয়ার বাজার।
advertisement
7/10
ভারতের অপারেশন সিঁদুর চরম আঘাত হানল পাকিস্তানের অর্থনীতিতেও। মঙ্গল রাতের ভারতীয় সেনার হামলা প্রকাশ্যে আসার পর বুধবার কার্যত রক্তস্নাত হল পাকিস্তানের শেয়ার বাজার। রীতিমতো আতঙ্কিত পাকিস্তানের বিনিয়োগকারীরা। অন্যদিকে, পাকিস্তানকে জবাব দেওয়ার পর ভারতের বাজারে দেখা গেল সবুজ সংকেত।
advertisement
8/10
আর ভারত পাকিস্তান সংঘাতের আবহে বিরাট ধস নেমেছে বাংলাদেশের শেয়ার বাজারে। ভারত-পাক দুই পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের জামাতে ইসলামির মতো একাধিক মৌলবাদী সংগঠনও। বুধবার সকাল থেকেই ঢাকায় শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে তার ব্যাপক পতন শুরু হয়। এদিন শেয়ার বাজার খোলার প্রথম ৫ মিনিটের মধ্যে প্রধান সূচক ৫০ পয়েন্টের বেশি পড়ে যায়। বাজার খোলার মাত্র ১০ মিনিটের মধ্যে তা পড়ে যায় ৭০ পয়েন্ট। সেই পতনের ধারা অব্যাহত থাকে।
advertisement
9/10
লেনদেনের শুরুতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে। অন্যদিকে, দর কমেছে ৩৩৪টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর। বিশ্লেষকরা বলছেন, ভারত–পাকিস্তান যুদ্ধের খবরে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলেই বাজারে এই পতন। কারণ আঞ্চলিক অস্থিরতা অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে। যার ফলে বিনিয়োগকারীদের সর্তক হয়ে যান।
advertisement
10/10
বাংলাদেশ সূত্রে খবর, বুধবার শেয়ার বাজার খোলার প্রথম ১০ মিনিটের লেনদেনে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এর পতন হয়েছে ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ, ডিএসইএস-এর পতন হয়েছে ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Bangladesh News: 'অপারেশন সিঁদুরের' পরই পট পরিবর্তন! ভারত নাকি পাকিস্তান, কার দিকে বাংলাদেশ? বিজ্ঞপ্তিতে যা বলল ঢাকা...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল