TRENDING:

এনার্জি বাড়াতে হবে তো নাকি! কাজের আগে মন দিয়ে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে বাঁদর... এ কী ছবি?

Last Updated:
গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাঁদরের দল। ঘুম উড়েছে গোটা এলাকার। সূর্য ওঠার পর থেকেই এদের তাণ্ডব চলে গোটা এলাকায়। কখনও এই গ্রাম, কখনও ওই গ্রাম।
advertisement
1/5
এনার্জি বাড়াতে হবে তো নাকি! কাজের আগে মন দিয়ে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে বাঁদর... এ কী ছবি?
এনার্জি বাড়াতে হবে তো নাকি! তাই সকাল থেকে এনার্জি ড্রিঙ্কের ভরসা নিয়েছে একটি বাঁদর।
advertisement
2/5
জলপাইগুড়ি পাতকাটা কলোনিতে এক দোকান থেকে এনার্জি ড্রিংস চুরি করে নেয় বাঁদরটি। ছাদের মধ্যে বসে দিব্যি বোতল মুখ খুলে চুমুক চুমুক দিচ্ছে সে, এহেন দৃশ্য দেখে সবাই হতবাক।
advertisement
3/5
গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাঁদরের দল। ঘুম উড়েছে গোটা এলাকার। সূর্য ওঠার পর থেকেই এদের তাণ্ডব চলে গোটা এলাকায়। কখনও এই গ্রাম, কখনও ওই গ্রাম।
advertisement
4/5
পুজোয় লাগানো টুনি লাইট থেকে শুরু করে বাড়ি ঘরের বিভিন্ন জিনিস- সব নষ্ট করছে। গাছের বিভিন্ন ফলমূল খেয়ে নষ্ট করে এলাকায় তান্ডব চালাচ্ছে বাঁদরের দল। জলপাইগুড়ি শহরের পাহাড়পুর অঞ্চলে বাঁদরের উপদ্রবে নাজেহাল বাসিন্দারা। বনদফতরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সকলেই।
advertisement
5/5
এই বাঁদরের দল আগে বিরজমান ছিল ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মধ্যে। ক্রমশ চা বাগান থেকে খাবারের লোভে চলে আসে এই গ্রামগুলিতে শুধু গ্রাম নয় শহরের মধ্যেও এই বাঁদরের দল উৎপাত চলায় এমনটাই খবর উঠে আসে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
এনার্জি বাড়াতে হবে তো নাকি! কাজের আগে মন দিয়ে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে বাঁদর... এ কী ছবি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল