Durga Puja 2023: বাগবাজার সর্বজনীনের সাবেকি প্রতিমা থেকে তেলেঙ্গাবাগানের মণ্ডপে টুসু পরবের ছোঁয়া-পঞ্চমীর সন্ধ্যায় দেখুন এই ঠাকুরগুলি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja 2023: সন্ধ্যা নামতেই সেই ভিড় কার্যত জনপ্লাবনের আকার নিচ্ছে৷ পঞ্চমীতে চলুন উত্তর কলকাতার ঠাকুর দেখতে
advertisement
1/8

উৎসবের কলকাতার রাজপথে দিনভর মানুষের ঢল৷ সন্ধ্যা নামতেই সেই ভিড় কার্যত জনপ্লাবনের আকার নিচ্ছে৷
advertisement
2/8
বৃষ্টিহীন দেবীপক্ষে মণ্ডপ, প্রতিমা দেখতে ব্যস্ত দর্শনার্থীরা৷ উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীনের পুজো সেজেছে চিরাচরিত সাবেকি ঘরানায়৷ পুজো ঘিরে রয়েছে আড্ডা, খাওয়াদাওয়া, মজার দেদার আয়োজন৷
advertisement
3/8
উত্তরে ঠাকুর দেখতে বার হলে ভুলবেন না উল্টোডাঙার কাছে তেলেঙ্গাবাগানের পুজো৷ এ বার তাঁদের পুজোর থিম প্রান্তজনের আত্মকথন৷ প্রান্তিক মানুষের পরব টুসুর ভাবধারায় ফেলে দেওয়া টুকিটাকি জিনিসে তৈরি মণ্ডপ এবং আবহ৷
advertisement
4/8
তেলেঙ্গাবাগানের কাছেই দেখুন করবাগানের পুজো৷ তাঁদের থিমে সীমানা ছাড়ানো, সীমান্ত পেরনোর ডাক৷ নজর কেড়ে নেয় প্রতিমা ও মণ্ডপের দৃষ্টিনন্দন সজ্জা৷
advertisement
5/8
রোনাল্ডিনহোর উপস্থিতিতে এ বার প্রথম থেকেই প্রচারের শিরোনামে আহিরীটোলা যুবকবৃন্দ৷ এসেছেন রুপোলি জগতের তারকারাও৷ তাঁদের শারদোৎসবের ৫৩ তম বর্ষে এ বার থিম আটপৌরে সাবেকিয়ানা৷
advertisement
6/8
দেবাদিদেব মহাদেবের ১০৮ নাম এবং শিবের স্তোত্র দিয়ে সেজে উঠছে এবারের আহিরীটোলা সর্বজনীনের পুজো মণ্ডপ৷ তাদের মন্ডপ সেজে উঠছে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে। দেবাদিদেব মহাদেবের ১০৮ নাম এবং শিবের স্তোত্র দিয়ে সেজে উঠছে এবারের আহিরীটোলার পুজো মণ্ডপ৷
advertisement
7/8
কুমোরটুলি পার্কের মণ্ডপসজ্জায় উঠে এসেছে লুডোর বোর্ড, দাবার ছক থেকে শুরু করে বিভিন্ন ধরনের চেয়ার৷ পুরো মণ্ডপটাই বিশাল সিংহাসনের আকারে তৈরি৷ দর্শনার্থীদের মন কেড়েছে প্রতিমার দৃষ্টিনন্দন সজ্জা৷
advertisement
8/8
হাটখোলা গোঁসাইপাড়া পুজো মণ্ডপের এ বছরের থিম মৃত্তিকা৷ মানুষ নিজের প্রয়োজনে কীভাবে ধ্বংসলীলা চালাচ্ছে মাটির উপরে তথা সমগ্র পরিবেশের উপরে, সেই ভয়াবহতা ও সচেতনতার বার্তাই তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জা ও প্রতিমায়৷