TRENDING:

Auto Driver 20 Years Jail Sentence: যে দাদুর অটোতে রোজ স্কুলে যেত, একদিন ফাঁকা অটোতে তারই গায়ে লালসার হাত দিল অটো ড্রাইভার, আদালত নিল ‘বড় শাস্তির’ সিদ্ধান্ত

Last Updated:
Auto Driver 20 Years Jail Sentence: ৭ বছরের শিশুকে সুযোগ পেয়েই শ্লীলতাহানি ৭০ বছরের অটো ড্রাইভারের ২০ বছরের জেল
advertisement
1/5
দাদুর অটোতে রোজ স্কুলে যেত,একদিন তার গায়ে লালসার হাত দিল অটো ড্রাইভার,বড় শাস্তি আদালতে
অটোতে নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় দোষী অটো চালকের ২০ বছরের কারাদণ্ড৷ স্কুল থেকে ফেরার সময় অটোর মধ‍্যে ৭ বছরের নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় অটো চালক অজিত চৌধুরীকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ আলিপুর বিশেষ পকসো আদালতের৷ Photo- Representative
advertisement
2/5
উল্লেখ‍্য এই মামলা চলাকালীন ওই নাবালিকাকে নিয়ে তার পরিবার সুইডেন চলে যান। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে নাবালিকার বাবা ও নাবালিকা সাক্ষী দেন৷  কলকাতায় চিকিৎসক সহ মোট আট জন এই মামলার সাক্ষী দিয়েছেন৷ Photo- Representative
advertisement
3/5
২০১৯ সালে স্কুল থেকে ফেরার সময় অটোর মধ্যে যৌন হেনস্থার শিকার হয়েছিল নাবালিকা৷  ওই অটোতেই দাদুর সঙ্গে স্কুলে যাতায়াত করত। Photo- Representative
advertisement
4/5
ঘটনার দিন স্কুল থেকে ফেরার সময় দাদু মিষ্টি কিনতে নেমেছিলেন। সেই সময় যৌন হেনস্থার শিকার নাবালিকা৷ Photo- Representative
advertisement
5/5
অভিযোগ পেয়েই গ্রেফতার করা হয়েছিল অটো চালককে। ২০২২ সাল পর্যন্ত জেল হেফাজতে ছিল। করোনার কারণে জামিন পেয়ে বাইরে আসে। শুক্রবার কারাদণ্ডে দণ্ডিত করা হল,  ফের সংশোধনাগারে পাঠানো হয়েছে৷ Input- Amit Sarkar
বাংলা খবর/ছবি/কলকাতা/
Auto Driver 20 Years Jail Sentence: যে দাদুর অটোতে রোজ স্কুলে যেত, একদিন ফাঁকা অটোতে তারই গায়ে লালসার হাত দিল অটো ড্রাইভার, আদালত নিল ‘বড় শাস্তির’ সিদ্ধান্ত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল