Auto Driver 20 Years Jail Sentence: যে দাদুর অটোতে রোজ স্কুলে যেত, একদিন ফাঁকা অটোতে তারই গায়ে লালসার হাত দিল অটো ড্রাইভার, আদালত নিল ‘বড় শাস্তির’ সিদ্ধান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Auto Driver 20 Years Jail Sentence: ৭ বছরের শিশুকে সুযোগ পেয়েই শ্লীলতাহানি ৭০ বছরের অটো ড্রাইভারের ২০ বছরের জেল
advertisement
1/5

অটোতে নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় দোষী অটো চালকের ২০ বছরের কারাদণ্ড৷ স্কুল থেকে ফেরার সময় অটোর মধ‍্যে ৭ বছরের নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় অটো চালক অজিত চৌধুরীকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ আলিপুর বিশেষ পকসো আদালতের৷ Photo- Representative
advertisement
2/5
উল্লেখ‍্য এই মামলা চলাকালীন ওই নাবালিকাকে নিয়ে তার পরিবার সুইডেন চলে যান। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে নাবালিকার বাবা ও নাবালিকা সাক্ষী দেন৷ কলকাতায় চিকিৎসক সহ মোট আট জন এই মামলার সাক্ষী দিয়েছেন৷ Photo- Representative
advertisement
3/5
২০১৯ সালে স্কুল থেকে ফেরার সময় অটোর মধ্যে যৌন হেনস্থার শিকার হয়েছিল নাবালিকা৷ ওই অটোতেই দাদুর সঙ্গে স্কুলে যাতায়াত করত। Photo- Representative
advertisement
4/5
ঘটনার দিন স্কুল থেকে ফেরার সময় দাদু মিষ্টি কিনতে নেমেছিলেন। সেই সময় যৌন হেনস্থার শিকার নাবালিকা৷ Photo- Representative
advertisement
5/5
অভিযোগ পেয়েই গ্রেফতার করা হয়েছিল অটো চালককে। ২০২২ সাল পর্যন্ত জেল হেফাজতে ছিল। করোনার কারণে জামিন পেয়ে বাইরে আসে। শুক্রবার কারাদণ্ডে দণ্ডিত করা হল, ফের সংশোধনাগারে পাঠানো হয়েছে৷ Input- Amit Sarkar