TRENDING:

তুমুল বিক্ষোভে জ্বলছে আগুন, অমিত শাহের কলকাতা সফরকে 'কালা দিবস' হিসেবে পালন বিরোধীদের

Last Updated:
তুমুল বিক্ষোভে জ্বলছে আগুন, অমিত শাহের কলকাতা সফরকে 'কালা দিবস' হিসেবে পালন বিরোধীদের
advertisement
1/7
তুমুল বিক্ষোভে জ্বলছে আগুন, অমিত শাহের কলকাতা সফরকে 'কালা দিবস' হিসেবে পালন
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের দিনকে কালা দিবস হিসেবে পালন করার ডাক দিয়েছিল বামেরা। একই দিনে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছিল কংগ্রেস।
advertisement
2/7
রবিবার অমিত শাহ কলকাতায় আসতেই পূর্ব ঘোষণা অনুযায়ী বাম এবং কংগ্রেস শহরের বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রথমে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের তরফে কলেজ স্কোয়ারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
advertisement
3/7
অমিত শাহকে 'নরখাদক' আখ্যা দিয়ে একটি পুতুল তৈরি করে। পুতুলটিকে রক্তের রঙে রাঙানো হয়। সেই পুতুল নিয়ে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে কালো কাপড় গায়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র পরিষদ। তাদের বক্তব্য, এর আগে যখন অমিত শাহ কলকাতা এসেছিলেন তখন বিদ্যাসাগরের মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছিল। তাই বিদ্যাসাগরের মূর্তিকে পাহারা দিয়ে অবস্থান-বিক্ষোভ পালন করছে তারা।
advertisement
4/7
অন্যদিকে, এর কিছু সময় পরেই কলেজস্ট্রিট বাটার মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বামফ্রন্ট। সেখানে 'গো ব্যাক' স্লোগান তোলা হয়। অমিত শাহের কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে বাম নেতা-কর্মীরা বক্তব্য রাখার পর কুশপুতুলে কেরোসিন ঢেলে তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বাম নেতা-কর্মীদের অনেককেই সেই কুশপুতুল জুতোর বাড়ি মারতে দেখা যায়। কেউ থুতু ছেটান।
advertisement
5/7
আমহার্স্ট স্ট্রিটে এই বিক্ষোভের জেরে সাময়িক গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কুশপুতুল দাহ করার পর কলেজ স্ট্রিট থেকে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত মিছিল করে বামেরা।
advertisement
6/7
কলেজস্ট্রিট ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বামেরা সেই বিক্ষোভ কর্মসূচি থেকেই বাম নেতা কর্মীরা অভিযোগ করেন৷
advertisement
7/7
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসার জন্য তার যাত্রাপথের বিভিন্ন জায়গা থেকে 'নো এনআরসি', 'নো সিএএ' পোস্টার সরানো হয়েছে। তৃণমূল সেই কাজ করেছে বলে অভিযোগ করেন বাম নেতাকর্মীরা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
তুমুল বিক্ষোভে জ্বলছে আগুন, অমিত শাহের কলকাতা সফরকে 'কালা দিবস' হিসেবে পালন বিরোধীদের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল