Airbus Beluga XL: যেন ডাঙায় ডলফিন! কলকাতা বিমানবন্দরে অবতরণ করল বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস বেলুগা এক্সএল
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Airbus Beluga XL: মঙ্গলবার বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে বেলুগা এক্সএল। তারপর এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে।
advertisement
1/7

কলকাতা বিমানবন্দরে অবতরণ করল বিশ্বের সবচেয়ে বড় এয়ারবাস বেলুগা সিরিজের বেলুগা এক্সএল। এটা বেলুগা এসটি-এর আপগ্রেড সংস্করণ। এর আগে কলকাতা বিমানবন্দরে এসটি সিরিজের বিমান অবতরণ করেছে। কিন্তু এক্সএল সিরিজের বিমান এই প্রথম।
advertisement
2/7
মঙ্গলবার বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে বেলুগা এক্সএল। তারপর এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে। টুলুজ এয়ারবাস ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই বিমান। এতে ফ্যাক্টরির কিছু সরঞ্জাম এবং বিমানের পার্টস চিনের তিয়ানজিনে টুলুজের আরেক ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। পথিমধ্যে কলকাতা বিমানবন্দরে বিশ্রাম।
advertisement
3/7
বেলুগা বিমান দেখতে অনেকটা ডলফিনের মতো। বিশাল আকৃতি। এত বড় বিমান অবতরণের জন্য পূর্ব ভারতের কলকাতা বিমানবন্দরই একমাত্র উপযুক্ত জায়গা। সেই জন্যই জ্বালানি ভরা এবং বিমানের ক্রু মেম্বারদের বিশ্রাম দিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বেলুগা এক্স এল।
advertisement
4/7
বেলুগা এক্সএল (Airbus A330-743L) কার্গো বিমান। ডিজাইন করেছে এয়ারবাস। বড় বড় পণ্য পরিবহণ করে। মূলত বিমানের উইংস এবং ফিউজেলেজ নিয়ে যাওয়া হয় বেলুগা এক্সএলে করে। এটা মূল বেলুগা এসটি (A300-600ST)-এর আপগ্রেড সংস্করণ। বেলুগা এসটি-এর চেয়ে বেলুগা এক্সএল আকারে বড়, ক্ষমতাও অনেক বেশি।
advertisement
5/7
৬৩.১ মিটার লম্বা বেলুগা এক্সএল-কে তাজ্জব হতে হবে। দুটি উইংসের দৈর্ঘ্য ৬০.৩ মিটার। পেলোড ক্ষমতা ৫১ টন। কার্গো হোল্ড এতটাই বড় যে দুটি A350 উইং নিয়ে অনায়াসে উড়তে পারে। সাধারণ কার্গো বিমানে যে সব জিনিস ধরে না তা ধরে যায় বেলুগা এক্সএলে। এভাবেই এর ডিজাইন করা হয়েছে।
advertisement
6/7
২০১৯ সালে চালু হয়েছিল বেলুগা এক্সএল। তবে বেলুগা এসটি উঠে যায়নি। এখনও চলছে। কিন্তু বেলুগা এক্সএল-এর চেয়ে বেলুগা এসটি তিন গুণ বেশি সময় নেয়। তাই জন্যই এখন বেলুগা এক্সএলের রমরমা।
advertisement
7/7
তাছাড়া এর ক্ষমতাও ৩০ গুণ বেশি। এর ফিউজলেজ এসটি-র থেকে ৬.৯ মিটার অর্থাৎ ২৩ ফুট লম্বা এবং ১.৭ মিটার চওড়া। বেলুগা এক্সএলের উচ্চতা ৬২ ফুট। এ থেকেই আন্দাজ করা যায় কী বিশাল এর আকার। খালি অবস্থায় এর ওজন ১২৭,৫০০ কেজি। টেক অফ ওজন ২২৭,০০০ কেজি।