AC Local Train: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য পুজোর আগে আরও দু'টি নতুন রুটে এসি লোকাল শুরু, রুট-সময়সূচি জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Air Condition Local Train: পুজোর আগে আরও দু'টি নতুন রুটে এসি লোকাল শুরু হওয়ার পাশাপাশি আরও দু'টি ভিন্নরূপে নতুন ট্রেন চালু হচ্ছে। কোন স্টেশনে চালু নতুন এসি লোকাল?
advertisement
1/8

পুজোর আগে আরও দু'টি নতুন রুটে এসি লোকাল শুরু হওয়ার পাশাপাশি আরও দু'টি ভিন্নরূপে নতুন ট্রেন চালু হচ্ছে।
advertisement
2/8
১) বিধাননগর থেকে কল্যাণী- দমদম স্টেশনের ভিড় সামাল দিতে প্রত্যেকদিন বিধান নগরে ১৯:২৮ থেকে কল্যাণীর উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে।
advertisement
3/8
পৌঁছবে ২০:৩৬ মিনিটে। আবার সেই ট্রেনটাই কল্যাণী থেকে ২০: ৫২ মিনিটে ছেড়ে ২২:১৯ মিনিটে শিয়ালদহ পৌঁছবে
advertisement
4/8
২) বারাসাত থেকে হাসনাবাদ- প্রত্যেকদিন ১২:১৫ মিনিটে ছাড়বে হাসনাবাদ পৌঁছবে ১৩:৩৮ । আবার হাসনাবাদ থেকে ছাড়বে ১৩:৫৫ মিনিটে, বারাসাত পৌছবে ১৫:২৫ মিনিটে।
advertisement
5/8
এছাড়াও দমদম স্টেশনের ভিড় সামাল দিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে দমদমের ভিড় কিছুটা ক্যান্টনমেন্ট স্টেশনে নিয়ে যাওয়া যায়।
advertisement
6/8
সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দেখার জন্য বেরোন সাধারণ মানুষজন। লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড়ও হয় পুজোর দিনগুলিতে।
advertisement
7/8
নতুন দু'টি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত মাসেই শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে।
advertisement
8/8
যাত্রীরা যাতায়াতও করছে ওই ট্রেনে। আগামী দিনে অন্যান্য শাখাতেও এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে। (রিপোর্টার-- ঈরণ রায় বর্মণ)