অগ্নিমিত্রা পালের আচমকা ব্রেন স্ট্রোক, গুরুতর অসুস্থ..., কেমন আছেন বিজেপি নেত্রী?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Agnimitra Paul: আচমকা গুরুতর অসুস্থ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। জানা গিয়েছে গতকাল গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। ব্রেন স্ট্রোক হয় তাঁর।
advertisement
1/7

আচমকা গুরুতর অসুস্থ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। জানা গিয়েছে গতকাল গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। ব্রেন স্ট্রোক হয় তাঁর।
advertisement
2/7

দ্রুত তাঁকে ইএম বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
advertisement
3/7
সপ্তাহ খানেক আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপি বিধায়ক। এবার ফের একবার গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে অগ্নিমিত্রা।
advertisement
4/7
হাসপাতাল সূত্রে খবর, নিউরোলজিস্ট ডক্টর অমিত হালদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে অগ্নিমিত্রা। তবে এখন তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে আগামী ৪৮ ঘণ্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
advertisement
5/7
গত ২১ অগাস্ট আচমকা অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। আসানসোল থেকে তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতায়। কিন্তু প্রাথমিক চিকিৎসা ও ওষুধে অসুস্থতা না কমায় রাতেই বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন অগ্নিমিত্রা পাল।
advertisement
6/7
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। অসুস্থতার কারণেই সেইসময় প্রধানমন্ত্রীর সভায় পর্যন্ত উপস্থিত থাকতে পারেননি তিনি।
advertisement
7/7
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবারই বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বয়কট করে বিজেপির নেতা-নেত্রীদের একাংশ। ভিন রাজ্যে বাঙালি 'হেনস্থা'র ইস্যুতে আলোচনার সময় তোলপাড় শুরু হয় বিধানসভা কক্ষে। সেই সময় সাসপেন্ড হন অগ্নিমিত্রা।