TRENDING:

Aditi Munshi: অধ্যক্ষের অনুরোধ রাখলেন অদিতি, বিধানসভায় একেবারে অন্য মেজাজ!

Last Updated:
Aditi Munshi: অর্থ দফতরের সাপ্লিমেন্টারি বাজেটের জবাবি ভাষণ না শুনে বিধানসভা থেকে চলে গেলেন বিজেপি বিধায়করা।
advertisement
1/6
অধ্যক্ষের অনুরোধ রাখলেন অদিতি, বিধানসভায় একেবারে অন্য মেজাজ!
বিধানসভা সদনে গান শোনালেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi)। বিধানসভার অধ্যক্ষ স্বয়ং তাঁকে অনুরোধ করেন গান গাইতে। স্পিকার বলেন, "আজ আবার লক্ষ্মীর পাঁচালি পড়ার দিন। একদিকে দোল, অন্যদিকে লক্ষ্মী পুজো।" ফিরহাদ হাকিম বলেন, "আসল লক্ষ্মী তো আমাদের এখানে বসে আছেন, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।"
advertisement
2/6
এদিন তৃণমূল বিধায়ক অদিতি গাইলেন, ''ওরে গৃহবাসী, খোল দ্বার খোল।'' প্রসঙ্গত, এর আগে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অদিতিকে গান গাওয়ার অনুরোধ করেছেন।
advertisement
3/6
এদিকে, অর্থ দফতরের সাপ্লিমেন্টারি বাজেটের জবাবি ভাষণ না শুনে বিধানসভা থেকে চলে গেলেন বিজেপি বিধায়করা। আর এতেই চরম ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/6
তিনি বলেন, ''গণতন্ত্রের পক্ষে এটা বিপদজনক। আশা করি আগামী দিনে এই ধরণের আচরণ থেকে বিরত থাকবেন। অশালীন আচরণ বিরোধী দলের। তারা সবাই চলে গেলেন।''
advertisement
5/6
advertisement
6/6
প্রসঙ্গত, বুধবার বিধানসভায় এসে ভাষণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার থেকে রাজ্যের বাজেট অধিবেশনে শুরু হয়েছে। তারপর বাজেট বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন। কিন্তু গতকাল বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর বক্তব্য না শুনে চিৎকার করে ওয়াকআউট করেন। আর তাতেই মুখ্যমন্ত্রী বলেন, ''ওরা ভয় পেয়ে পালিয়ে গেল।''
বাংলা খবর/ছবি/কলকাতা/
Aditi Munshi: অধ্যক্ষের অনুরোধ রাখলেন অদিতি, বিধানসভায় একেবারে অন্য মেজাজ!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল