Pallavi Chatterjee: তিনি নাকি মৃত, বন্ধ হল পল্লবীর পিপিএফ অ্যাকাউন্ট, উধাও টাকা, মারাত্মক বিপদের মুখে অভিনেত্রী
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Pallavi Chatterjee: ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্য তাকে আশ্বাস দিয়েছেন তার সমস্ত টাকা তিনি পেয়ে যাবেন।
advertisement
1/5

অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ব্যাঙ্ক জালিয়াতির শিকার হয়েছেন গত মাসে। তিনি জানান বেসরকারি ব্যাঙ্ককে তার পিপিএফ অ্যাকাউন্ট এ কেউ তাঁকে মৃত দাবি করে, সেই সংক্রান্ত ডকুমেন্টস জমা দিয়ে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছেন।
advertisement
2/5
ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্য তাকে আশ্বাস দিয়েছেন তার সমস্ত টাকা তিনি পেয়ে যাবেন। কিন্তু পল্লবীর দাবি আমি সেলিব্রেটি বলে এটা উদ্ধার করতে পারলাম।
advertisement
3/5
কিন্তু একজন সাধারণ মানুষ যদি এই জালিয়াতির শিকার হয় সে ক্ষেত্রে তাঁরা কী করে তাদের টাকা বা কষ্টের উপার্জন ফেরত পাবে। আজ সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লাইভও করেছেন পল্লবী।
advertisement
4/5
লাইভে পল্লবী বলেছেন, ‘‘এত ডকুমেন্টস সত্ত্বেও এমন জিনিস কেন ঘটল? আমার আপনাদের সঙ্গে এটা শেয়ার করা একমাত্র কারণ হচ্ছে, হতে পারে আমার সঙ্গে আজকে যা ঘটেছে, কালকে অনেকের সঙ্গে ঘটতে পারে৷’’
advertisement
5/5
পল্লবী এর পরেই তিনি বিস্তারিত বলেন, ঘটনাটি কেন ঘটেছে৷ তিনি সরাসরি পুলিশেও গিয়েছেন৷ কড়েয়া থানায় তিনি অভিযোগ জানান, তার পর পুলিশ বিস্তারিত অভিযোগ নেয়৷