AC Local train in Kolkata: পুজোর আগেই ছুটবে বাংলায় ছুটবে এসি লোকাল? এই রুটে শুরু হতে পারে পরিষেবা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এসি লোকালের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের থেকে বেশি হলেও মুম্বাইতে যথেষ্ট সংখ্যক যাত্রী হচ্ছে৷
advertisement
1/7

পুজোর আগেই কি কলকাতাতেও ছুটবে এসি লোকাল ট্রেন? সেরকম সম্ভাবনা প্রবল বলেই পূর্ব রেল সূত্রে খবর৷ ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্ট্রেগাল কোচ ফ্যাক্টরিতে পূর্ব রেলের জন্য একটি এসি লোকাল ট্রেন তৈরি হচ্ছে৷ তার কাজও অনেকটা এগিয়ে গিয়েছে৷
advertisement
2/7
পূর্ব রেল সূত্রে খবর, প্রথমে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় এই এসি লোকাল ট্রেন পরীক্ষামূলক ভাবে চালানো হবে৷ ফলে পুজোর আগেই শিয়ালদহ- বনগাঁ, শিয়ালদহ- রানাঘাট, শিয়ালদহ- বারুইপুর বা শিয়ালদহ- ডানকুনি রুটে ছুটতে পারে এসি লোকাল ট্রেন৷
advertisement
3/7
ইতিমধ্যেই মুম্বাইয়ে দারুণ জনপ্রিয় হয়েছে এসি লোকাল ট্রেন পরিষেবা৷ পশ্চিম এবং মধ্য রেলের পক্ষ থেকে বেশ কিছু এসি লোকাল ট্রেন চালানো হচ্ছে৷
advertisement
4/7
এসি লোকালের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের থেকে বেশি হলেও মুম্বাইতে যথেষ্ট সংখ্যক যাত্রী হচ্ছে৷ ফলে গত মাসেই এসি লোকালের ভাড়া অনেকটা কমানো হয়েছে৷
advertisement
5/7
তবে এ রাজ্যে এসি লোকাল পরিষেবা চালু হলে তার ভাড়া কত হবে, তা এখনও স্থির হয়নি৷ কিছু দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে পূর্ব রেল৷
advertisement
6/7
কলকাতায় এসি মেট্রো পরিষেবা সফল ভাবে চলছে৷ পূর্ব রেলের কর্তারাও আশাবাদী, এসি লোকাল ট্রেন চালাতে কোনও অসুবিধা হবে না৷
advertisement
7/7
প্রথম এসি লোকাল আসার পর তা কিছুদিন চালিয়ে সুবিধা-অসুবিধা এবং যাত্রীদের চাহিদা বুঝে নিতে চান রেলকর্তারা৷ সেই অনুযায়ী বাড়ানো হবে পরিষেবা৷