Abhishek Banerjee Son: হাতেখড়ি হল ছেলে আয়াংশের, গোয়ায় প্রচারের ব্যস্ততার মাঝেও সাক্ষী থাকলেন অভিষেক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সরস্বতী পুজোয় পরিবারের খুদে সদস্যের হাতেখড়ি পরিচিত ছবি৷ সেই রীতি অনুসরণ করেই প্রথমবার স্লেটে অ-আ-ক-খ লিখল ছোট্ট আয়াংশ (Abhishek Banerjee Son)৷
advertisement
1/5

সরস্বতী পুজোয় হাতেখড়ি হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আয়াংশের৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করেছেন অভিষেক৷ Photo-Facebook/Abhishek Banerjee
advertisement
2/5
সরস্বতী পুজোয় পরিবারের খুদে সদস্যের হাতেখড়ি পরিচিত ছবি৷ সেই রীতি অনুসরণ করেই প্রথমবার স্লেটে অ-আ-ক-খ লিখল ছোট্ট আয়াংশ৷
advertisement
3/5
বছর দুইয়ের আয়াংশের হাতেখড়ির সাক্ষী ছিলেন পরিবারের বাকি সদস্যরাও৷ উপস্থিত ছিল আয়াংশের দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়াও৷ স্ত্রী রুজিরার সঙ্গে হাজির ছিলেন অভিষেকও৷
advertisement
4/5
এ দিন ফেসবুকে নিজেই আয়াংশের হাতেখড়ির ছবি পোস্ট করেছেন অভিষেক৷ একই সঙ্গে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, 'দেবীর স্নেহাশিসে বাংলা তথা দেশের সকল বিদ্যার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। প্রকৃত জ্ঞানের আলোকে ধুয়ে যাক মনের সকল মলিনতা, দীনতা। সমস্তরকম সংকীর্ণতার অচলায়তন ভেঙে সমাজের প্রতি আরও দায়বদ্ধ হয়ে উঠুক তারা - এই কামনা করি।'
advertisement
5/5
এই মুহূর্তে গোয়া নির্বাচনী প্রচারে ব্যস্ত অভিষেক৷ তার ফাঁকে কলকাতায় ফিরে ছেলে আয়াংশের হাতেখড়ির সাক্ষী থাকলেন তৃণমূলের শীর্ষ নেতা৷ রবিবারই গোয়া ফিরে যাওয়ার কথা তাঁর৷