TRENDING:

Abhishek Banerjee: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ

Last Updated:
পশ্চিমবঙ্গে অত্যাচারিত হচ্ছেন রাজবংশীরা৷ বারবার এমন অভিযোগ তুলছে বঙ্গ বিজেপি৷ এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজবংশী সম্প্রদায়ের একজনের বাড়িতে এভাবে অভিষেকের যাওয়া, রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
1/5
হেমতাবাদে অভিষেক! রাজবংশী বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম, খেলেন চা-ঝুরিভাজাও
পঞ্চায়েত নির্বাচনের আগে ২ মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জনসংযোগ যাত্রা করার কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ মাস কলকাতার বাইরেই থাকবেন তিনি৷ সোমবার সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই উত্তর দিনাজপুরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক৷
advertisement
2/5
সোমবার তিনি হেমতাবাদে কালু বর্মণের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজবংশী পরিবারের প্রত্যেক সদস্যদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেন। ছাপোষা এই মধ্যবিত্ত পরিবারের মাটির বাড়ির নিকানো উঠোনে বসে চা-বিস্কুট খান অভিষেক। বর্মণ বাড়িতে ছিল মন্দিরও৷
advertisement
3/5
বাড়িতে ঢুকেই তুলসীতলায় প্রণাম করেন অভিষেক৷ তারপর একে একে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। কালু বাবুর মা নির্মলা বর্মণের পায়ে হাত দিয়ে প্রণাম করেন৷ এদিন কালু বর্মণের বাড়িতে মাটির ভাঁড়ে চা খান অভিষেক৷ সঙ্গে মাটির থালায় রাখা ছিল কাজু, কিসমিশ, বাদাম, ঝুরিভাজা৷
advertisement
4/5
গ্রামের রাস্তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুযোগ প্রকাশ করেন বর্মণ পরিবারের সদস্যেরা। সেই রাস্তা সরেজমিনে দেখে এসে অভিষেক আশ্বাস দেন, খুব দ্রুতই এই রাস্তার কাজ শেষ হবে৷ এর পাশাপাশি এদিন তিনি এলাকার সামাজিক অবস্থা নিয়েও খোঁজ নেন। খবর নেন ধান চাষের৷ একই সাথে বাঁশের ব্যারিকেড টপকে কথা বলেন মানুষের সাথে।
advertisement
5/5
পশ্চিমবঙ্গে অত্যাচারিত হচ্ছেন রাজবংশীরা৷ বারবার এমন অভিযোগ তুলছে বঙ্গ বিজেপি৷ এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাজবংশী সম্প্রদায়ের একজনের বাড়িতে এভাবে অভিষেকের যাওয়া, রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফাইল চিত্র
বাংলা খবর/ছবি/কলকাতা/
Abhishek Banerjee: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল