TRENDING:

Abhijit Gangopadhyay Health Update: শারীরিক অবস্থার অবনতি! দিল্লির এইমসে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

Last Updated:
Abhijit Gangopadhyay Health Update: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হল তমলুকের বিজেপি সাংসদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
advertisement
1/6
শারীরিক অবস্থার অবনতি! দিল্লির এইমসে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হল তমলুকের বিজেপি সাংসদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিতকে সেখানকার এইমস হাসপাতালে ভর্তি করানো হবে বলে খবর বিজেপি সূত্রে।
advertisement
2/6
বৃহস্পতিবার সকাল থেকেই শোনা গিয়েছিল যে অভিজিৎকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখনও আইসিইউতে রেখেই চিকিৎসা চলছিল বিজেপি সাংসদের।
advertisement
3/6
হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। কলকাতার হাসপাতালে অক্সিজেন সাপোর্টে ছিলেন। কলকাতা থেকে তাঁকে এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়া হল।
advertisement
4/6
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ। সেই সঙ্গে 'গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস'ও রয়েছে। গত শনিবার থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
advertisement
5/6
বিজেপি সূত্রে খবর, তাঁকে যে দিন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সে দিনই প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও) থেকে তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়েছিল, যে কোনও প্রয়োজনে পিএমও পাশে থাকবে।
advertisement
6/6
বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, অভিজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি। তাঁকে আইসিইউতে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁদের তত্ত্বাবধানে রয়েছেন বিজেপি সাংসদ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Abhijit Gangopadhyay Health Update: শারীরিক অবস্থার অবনতি! দিল্লির এইমসে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল