স্বস্তি স্বাস্থ্যভবনে, কোয়ারেন্টাইনে পাঠানো এনআরএসের ডাক্তার-নার্স সহ ৭৩ জনের রিপোর্ট করোনা নেগেটিভ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
সোমবার এনআরএসের সিসিইউ বিভাগে এক করোনা রোগীর মৃত্যু হয়।
advertisement
1/5

*এনআরএসের ৭৩ কর্মীর রিপোর্টই নেগেটিভ। হাসপাতালের যে ৩৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল তাঁদের বড় অংশই আপাতত সংক্রমণ মুক্ত বলেই জানা গেছে হাসপাতালের তরফে। পাশাপাশি, কোয়ারেন্টাইনে পাঠানো ১৬ জন নার্সের দেহেও কোনও সংক্রমণ মেলেনি। ছবিঃ সংগৃহীত।
advertisement
2/5
*মঙ্গলবার ৩০ জনের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ। আজ বাকি ৪৩ জনের রিপোর্টও নেগেটিভ এসেছে। ছবিঃ সংগৃহীত।
advertisement
3/5
*সোমবার এনআরএসের সিসিইউ বিভাগে এক করোনা রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এই খবর ছড়ানোর পরেই হাসপাতালে তোলপাড় পড়ে যায়। গত কয়েক দিন সিসিইউ-তে যাঁরা ডিউটি করেছেন তাঁরা সকলে আতঙ্কিত হয়ে পড়েন। ছবিঃ সংগৃহীত।
advertisement
4/5
advertisement
5/5
*তবে এদিন রিপোর্ট আসার পড় স্বস্তি মিলেছে। স্বস্তিতে স্বাস্থ্যভবনের কর্তারাও। ছবিঃ সংগৃহীত।