6th Pay Commission DA Hike: বেড়েছে DA, জানুয়ারি থেকেই বাড়তি টাকা! বেতন কত বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করার সময় প্রথম বাড়ানো হয়েছে ডিএ৷ তারপরে, ফের বড়দিনের আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি৷
advertisement
1/8

চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করার সময় প্রথম বাড়ানো হয়েছে ডিএ৷ তারপরে, ফের বড়দিনের আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি৷
advertisement
2/8
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার জেরে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের৷ ১ জানুয়ারি থেকেই যা কার্যকর হবে৷ এবার জানা যাক, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে কত টাকা বেতন বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের৷
advertisement
3/8
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার জেরে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের৷ ১ জানুয়ারি থেকেই যা কার্যকর হবে৷ এবার জানা যাক, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে কত টাকা বেতন বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের৷
advertisement
4/8
ডিএ বৃদ্ধির ঘোষণা করে মমতা বলেছিলেন, 'বাংলায় পে কমিশন আছে। তাই এই ডিএ অতিরিক্ত হিসেবে দিয়ে থাকে রাজ্য। কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা। রাজ্যের সার্ভিস রুল আলাদা। রাজ্যে ডিএ বাধ্যতামূলক না। এটা ঐচ্ছিক। তা সত্ত্বেও ২০১৯ সালের পরে ১০ শতাংশ ডিএ হয়ে গেল। ফলে আগে যেটা ছিল ১২৫ শতাংশ। এখন সেটা হল ১৩৫ শতাংশ।'
advertisement
5/8
সরকারি কর্মচারীর বেসিক পে-এর উপরে নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তি ডিএ বাবদ কত টাকা পাবেন। বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম বেসিক বেতন ১৭ হাজার টাকা মতো। সেই বেসিক পে-এর উপরে ১০ শতাংশ ডিএ ধার্য করা হবে।
advertisement
6/8
চাকরি জীবনের বয়স অনুযায়ীও গ্রুপ ডি কর্মচারীদের বেতন ৩০ হাজার টাকা হয়। সেক্ষেত্রেও ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে৷ অতিরিক্ত ৭০০-১৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন তাঁরা।
advertisement
7/8
লোয়ার ডিভিশন ক্লার্কদের বেসিক বেতন হয়ে থাকে ২৩ হাজার টাকার মতো৷ সেক্ষেত্রে, নতুন বছরে মাসের শেষে তাঁদের অ্যাকাউন্টে ৯২০ টাকা মতো অতিরিক্ত ঢুকতে চলেছে৷ যাঁদের বেতন ২৯-৩২ হাজার টাকা, তাঁরা মাসে ১২৮০ টাকা অতিরিক্ত পেতে পারেন৷
advertisement
8/8
বিডিও-দের মাসিক বেসিক বেতন ৫৬ হাজার কাছাকাছি৷ তাঁরা মাস গেলে ন্যূনতম ২২৪৪ টাকা বেশি পাবেন৷ বিসিএস আধিকারিক যাঁদের বেসিক পে ২ লক্ষ টাকার মতো, তাঁরা অতিরিক্ত প্রায় ৮ হাজার টাকা পাবেন৷