একনজরে দেখে নিন, আজ কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে কোন কোন ছবি দেখা 'মাস্ট'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/3

আজ মনখারাপের পালা! শেষ হয়ে যাচ্ছে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! তবে, ভাললাগার ডালি এখনও শেষ হয়নি! শেষের দিনেও রয়েছে একগুচ্ছ ভাল ছবির স্ক্রিনিং! তারমধ্যে কোন- কোনগুলো দেখা 'মাস্ট'! রইল তারই হদিশ-- Photo Source: Collected
advertisement
2/3
এ'বারের ফেস্টিভ্যালের স্পেশাল ফোকাস দেশ হল তিউনিসিয়া। সেখানকার ছবি 'ডিয়ার সন' এখে নিন নজরুল তীর্থে, দুপুর দু’টোয়। Photo Source: Collected
advertisement
3/3
এ'বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির পুরষ্কার পেয়েছে 'শপলিফটার্স'! রবীন্দ্র সদনে বিকেল ৫টা ১৫ মিনিটে স্ক্রিনিং হবে! এককথায়, দেখা 'মাস্ট'! Photo Source: Collected
advertisement