West Bengal Job: চাকরি খুঁজছেন? মোটা অঙ্কের বেতনে নিয়োগ পশ্চিম মেদিনীপুরে, আজই আবেদন করুন
- Reported by:Ranjan Chanda
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
West Bengal Job: অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন করুন এই বিশেষ কয়েকটি পদের জন্য। তিনটি বিশেষ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রশাসনের ওয়েবসাইটে।
advertisement
1/7

*আপনি কি চাকরি খুঁজছেন? আপনার জন্য পশ্চিম মেদিনীপুর জেলাতেই রয়েছে চাকরির সুযোগ। আর দেরি কেন, অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন করুন এই বিশেষ কয়েকটি পদের জন্য। তিনটি বিশেষ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রশাসনের ওয়েবসাইটে।‘মেদিনীপুর কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেড’-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক কাজ করতে হবে বিশেষ এই তিনটি পদের জন্য। যোগ্যতা অনুযায়ী আবেদন জানান এখনই। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, দুজন টেকনিক্যাল ইনপুট অফিসার, মিল্ক প্রোকিওরমেন্ট অফিসার পদে নিয়োগ করা হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*টেকনিক্যাল ইনপুট অফিসার পদে আবেদনের জন্য, আবেদনকারীকে ব্যাচেলর অফ ভেটেনারি সাইন্স/ ব্যাচেলর অফ সাইন্স ইন এগ্রিকালচার/অ্যানিমেল নিউট্রেশন অথবা যেকোনও সমমর্যাদা বিষয়ে অভিজ্ঞ হতে হবে। প্রাণী স্বাস্থ্য, প্রাণী পুষ্টি-সহ একাধিক বিষয়ে অভিজ্ঞতা থাকা প্রয়োজন আবেদনকারীর। আবেদনকারীর বয়স হতে হবে ৩৫বছরের মধ্যে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*অন্যদিকে, মিল্ক প্রোকিওরমেন্ট অফিসার এই পদে আবেদনের জন্য, রুরাল ম্যানেজমেন্ট/ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কিংবা ফিল্ড অফ মিল্ক প্রকিওরমেন্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি-সহ একাধিক ডিগ্রি থাকলে আবেদন জানানো যাবে এই পদের জন্য। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। বেতনক্রম বিবেচনাযোগ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ সেপ্টেম্বর ২০২৪ এ করুণাময়ীতে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এ walk in Interview এর মধ্য দিয়ে নিয়োগ করা হবে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*১৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সাড়ে ১০টার মধ্যে প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী নথি লাগবে তা জানতে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলীজানা যাবে। সংগৃহীত ছবি।