Job: মোটা অঙ্কের বেতন! চাকরির সুযোগ খড়গপুরে, কারা-কীভাবে আবেদন করবেন? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job: কাজের সুযোগ আইআইটি খড়্গপুরে, এখনই আবেদন জানান অনলাইনে।
advertisement
1/6

*চাকরি খুঁজছেন? আপনার কি ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল কিংবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য রয়েছে মোটা অংকের বেতনের চাকরির সুযোগ। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। ফাইল ছবি।
advertisement
2/6
*প্রযুক্তিবিদ্যার এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রয়েছে গবেষনামুলক কাজের অফার। সম্পূর্ণ চুক্তিভিত্তিক কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পোস্টে কাজের জন্য। ফাইল ছবি।
advertisement
3/6
*বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিশেষ গবেষণাধর্মী কাজের জন্য আবেদনকারীর ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল কিংবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। ফাইল ছবি।
advertisement
4/6
*আবেদনকারীর মেশিন লার্নিং, ডিপ লার্নিং, প্রোগ্রামিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অর্থপুষ্ট প্রকল্পে সংশ্লিষ্ট কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা যাচাই করে এক জন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। ফাইল ছবি।
advertisement
5/6
*জানা গিয়েছে, আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। চুক্তিভিত্তিক এই কাজ করতে হবে।মোট ২৪ মাসের চুক্তির ভিত্তিতে ওই কাজে নিযুক্ত করা হবে। কাজের ভিত্তিতে পদের মেয়াদ বাড়তে পারে। কাজ চলাকালীন নিযুক্ত ব্যক্তি ৩৭,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। ফাইল ছবি।
advertisement
6/6
*আগ্রহী ব্যক্তিদের ২২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।প্রয়োজনীয় নথি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। ফাইল ছবি।