West Bengal Job: মাধ্যমিক পাশ হলেই ধামাকা সুযোগ! রাজ্য পুলিশে ১০,২৫৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! আজই আবেদন করুন
- Reported by:Piya Gupta
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
West Bengal Job: কনস্টেবল পোস্টে আবেদনের জন্য প্রথমে রাজ্য পুলিশের রিক্রুটমেন্টবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটের হোমপেজে মিলবে আবেদনের লিঙ্ক।
advertisement
1/5

*রাজ্য পুলিশে বিপুল চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু। আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*কীভাবে আবেদন করবেন? কনস্টেবল পোস্টে আবেদনের জন্য প্রথমে রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটের হোমপেজে মিলবে আবেদনের লিঙ্ক। আর তাতেই ক্লিক করে পুরো ফর্ম ভালভাবে পূরণ করতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম উত্তীর্ণরা রাজ্য পুলিশের কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবেন। কালিম্পং ও দার্জিলিংয়ের হিল সাব ডিভিশন এর প্রার্থীদের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম প্রযোজ্য হবে না। আবেদনকারীকে বাংলা লিখতে ও পড়তেজানতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*বয়সসীমা: ১৮-৩০ বছর পর্যন্ত এই পোস্টে আবেদন করা যাবে। ২০২৪-এর ১ জানুয়ারির নিরিখে আবেদনকারীর বয়স হিসেব করা হবে। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*কনস্টেবল পোস্টে চাকরি: সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য পুলিশের পুরুষ কনস্টেবল পোস্টে শূন্য পদের সংখ্যা ৭,২২৮। ৩,০২৭ লেডি কনস্টেবল নিয়োগ হবে। মোট শূন্য পদ ১০,২৫৫। ইচ্ছুক প্রার্থীরা আজই শুরু করে দিন অনলাইনে আবেদন হাতে কিন্তু সময় কম। সংগৃহীত ছবি।