West Bengal Job: কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রচুর নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করুন, রইল খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
West Bengal Job: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয়ের সমিতির পক্ষ থেকে বেশ কিছু শূন্যপদে অশিক্ষক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
advertisement
1/8

*রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয়ের সমিতির পক্ষ থেকে বেশ কিছু শূন্যপদে অশিক্ষক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি।
advertisement
2/8
*নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) নিয়োগ বোর্ড সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা navodaya.gov.in NVS নন-টিচিং ডিপার্টমেন্ট এ চাকরি করতে ইচ্ছুক। ফাইল ছবি।
advertisement
3/8
*যে কোনও ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। ফাইল ছবি।
advertisement
4/8
*Employment No.— Recruitment Drive 2024... ফাইল ছবি।
advertisement
5/8
*পদের নাম— Multi-tasking Staff, Mess Helper, Catering Supervisor, Stenographer, Computer Operator etc. ফাইল ছবি।
advertisement
6/8
*মোট শূন্যপদঃ ১৩৭৭ টি। (প্রতিটি পদের শূন্য পদের সংখ্যা অফিশিয়াল নোটিফিকেশন থেকে জানতে পারবেন চাকরিপ্রার্থীরা)। ফাইল ছবি।
advertisement
7/8
*শিক্ষাগত যোগ্যতাঃ বিভিন্ন পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। গ্রুপ- ডি লেভেলের পদগুলির জন্য নূন্যতম মাধ্যমিক পাশ সহ স্কিল সার্টিফিকেট এবং গ্রুপ- সি লেভেলের পদগুলির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ-সহ প্রয়োজনীয় স্কিল সার্টিফিকেট থাকা আবশ্যক। ফাইল ছবি।
advertisement
8/8
*মাসিক বেতনঃ পদ অনুযায়ী মাসিক বেতন কেন্দ্রীয় সরকারি বেতনক্রম অনুযায়ী ধার্য করা হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তপশিলি জাতি, ওবিসি এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীরা সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। ফাইল ছবি।