TRENDING:

West Bengal Job: রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ, মোটা মাইনে, প্রচুর সুযোগ! শুধু ইন্টারভিউ দিয়েই নিয়োগ, আবেদন করুন আজই

Last Updated:
Govt. Job West Bengal: মোটা মাইনে, প্রচুর সুযোগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাইন্ড সেফটি পদে নিয়োগ করবে ডিপিএল।
advertisement
1/15
রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ, মোটা মাইনে, প্রচুর সুযোগ! ইন্টারভিউ দিয়েই নিয়োগ
*রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে হবে নিয়োগ। রয়েছে উচ্চ বেতন পাওয়ার সুযোগ। নিয়োগ করা হবে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড অর্থাৎ অর্থাৎ ডিপিএলে। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি। 
advertisement
2/15
*ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। সেখানে শূন্যপদের বিবরণ, আবেদনের যোগ্যতা সহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়গুলি বিস্তারিত জানানো হয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
3/15
*উল্লেখযোগ্যভাবে, এখানে আবেদনের জন্য কোনওরকম আবেদন মূল্য দিতে হবে না প্রার্থীদের। শুধুমাত্র পার্সোনাল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমেই এই পদের জন্য সঠিক প্রার্থীকে বেছে নেওয়া হবে। সংগৃহীত ছবি। 
advertisement
4/15
*রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে করা হবে নিয়োগ। সংগৃহীত ছবি। 
advertisement
5/15
*বাঁকুড়ার বড়জোড়ার টিডিসিএম খনিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাইন্ড সেফটি পদে নিয়োগ করবে ডিপিএল। সংগৃহীত ছবি। 
advertisement
6/15
*প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীকে। পরবর্তী ক্ষেত্রে কাজের ভিত্তিতে সেই চুক্তির মেয়াদ ৩ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
7/15
*নিযুক্ত ব্যক্তিকে দেওয়া হবে মোটা বেতন। শূন্য পদে আবেদন চেয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে কারা আবেদন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
8/15
*এই পদের জন্য যারা আবেদন করতে চান, তাদের সর্বোচ্চ বয়স হতে পারে ৫৫ বছর। সংগৃহীত ছবি। 
advertisement
9/15
*আবেদনকারীর যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ওপর ডিগ্রী থাকা আবশ্যক। পাশাপাশি কয়লা খনিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কয়লা খনিতে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের জন্য। যদি ওপেন মাইনে দু'বছর কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে সেই ব্যক্তিকে দেওয়া হবে অগ্রাধিকার। সংগৃহীত ছবি। 
advertisement
10/15
*সংস্থার জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তি - https://dpl.net.in/dplnewsite/IMG_20240228_0002.pdfসংস্থার অফিশিয়াল ওয়েবসাইট - https://dpl.net.in ... সংগৃহীত ছবি। 
advertisement
11/15
*আবেদন পদ্ধতি এখানে খুবই সহজ রেখেছে কর্তৃপক্ষ। আগেই উল্লেখ করা হয়েছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে করা হবে নিয়োগ। এই পদের জন্য যারা আবেদন করতে চান, তাদের সমস্ত নথিপত্র নিজের, দু কপি পাসপোর্ট সাইজ ছবি পাঠাতে হবে সংস্থার হেডকোয়ার্টারে। সংগৃহীত ছবি। 
advertisement
12/15
*আবেদন পত্রের সফট কপি পাঠাতে হবে সংস্থার ফেসিয়াল ই-মেইল আইডিতে। যোগ্যতার প্রমাণপত্র সহ সমস্ত নথিগুলিকে সেল্ফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
13/15
*আবেদনপত্র পাঠানোর ঠিকানা -To the General Manager (HR&A) DPL Administrative Building Dr B.C Roy Avenue Durgapur - 713201 Dist - West Bardhaman সংস্থার অফিসিয়াল ই-মেইল আইডি - career@dpl.net.in ... সংগৃহীত ছবি। 
advertisement
14/15
*এই পদে নিযুক্ত ব্যক্তিদের মাসিক ৬৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে। পাশাপাশি মাইনস অ্যালাওয়েন্স দেওয়া হবে মাসিক পাঁচ হাজার টাকা। তবে আবেদনকারীদের সেন্ট জনস অ্যাম্বুল্যান্স অনুমোদিত ফার্স্ট এডের বৈধ শংসাপত্র এবং মেডিক্যাল ফিটনেস শংসাপত্র থাকতে হবে। সংগৃহীত ছবি। 
advertisement
15/15
*প্রতিষ্ঠানের তরফে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের বাংলা ভাষায় সাবলীল হওয়া বাঞ্ছনীয়। প্রার্থীদের মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র কবে, কাদের ইন্টারভিউ হবে তা জানানো হবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/চাকরি/
West Bengal Job: রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ, মোটা মাইনে, প্রচুর সুযোগ! শুধু ইন্টারভিউ দিয়েই নিয়োগ, আবেদন করুন আজই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল