West Bengal Job: বিরাট খবর! রাজ্যে ১৫০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কীভাবে আবেদন করবেন? রইল খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Job: বর্তমানে পোস্ট গ্রাজুয়েট টিচারদের বেতন ৪২,৬০০ এবং গ্র্যাজুয়েট টিচারদের পে লেভেল ৩৯,৯০০ টাকা।
advertisement
1/5

*লোকসভা ভোটের মুখে পিএসসির মাধ্যেমে ১৫০০ শিক্ষক নিয়োগ। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি মডেল স্কুল এবং নিউ ইনট্রিগ্রেটেড গভারমেন্ট স্কুলগুলোয় নবম থেকে দ্বাদশ সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স যে সব জেলায় সরকারি স্কুল নেই সেখানে প্রত্যন্ত অঞ্চলে এই স্কুল গুলি রয়েছে। মূলত কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে মডেল এবং এনইজি স্কুলগুলি স্থাপিত। এখানে শিক্ষক শিক্ষিকাদের বেতনের একাংশ কেন্দ্রই বহন করে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*কী কী যোগ্যতা লাগবে এই পরীক্ষায় বসতে জানেন? পিএসসি আবেদনের জন্য প্রার্থীদের অনার্স কিংবা মাস্টার ডিগ্রি এছাড়া বিএড করা প্রয়োজন। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*প্রার্থীদের ন্যূনতম বয়স জেনারেল ক্যাটেগোরির ২১ থেকে ৩৬। ওবিসি ২১ থেকে ৩৯। এসসি, এসটি ২১ থেকে ৪১ বছর হওয়া প্রয়োজন। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*বর্তমানে পোস্ট গ্রাজুয়েট টিচারদের বেতন ৪২,৬০০ এবং গ্র্যাজুয়েট টিচারদের পে লেভেল ৩৯,৯০০ টাকা। এই সংক্রান্ত পুরো বিজ্ঞপ্তি আপনি পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। সংগৃহীত ছবি।