Success Story: ৩০ দিনে গোটা পরিবারের হাতে সরকারি চাকরি! অভাবী সংসারের দুর্বিষহ জীবনে ইতি, একই ঘরে ৫ জনের হাতে কাজ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Success Story: মাত্র ৩০ দিনে একই পরিবারের পাঁচজন সদস্য সরকারি চাকরি পেয়েছেন। গত সপ্তাহেই এই সুখবর পেয়েছে এই পরিবার।
advertisement
1/10

হরিয়ানার ফতেহাবাদে মাত্র ৩০ দিনে একই পরিবারের পাঁচজন সদস্য সরকারি চাকরি পেয়েছেন। গত সপ্তাহেই এই সুখবর পেয়েছে এই পরিবার।
advertisement
2/10
পরিবারের এক সদস্য মনু বিদ্যুৎ বিভাগে সহকারি লাইনম্যান হিসেবে কর্মরত। তোহানার চান্দাড় গ্রামে এক মাসের মধ্যে সরকারি চাকরি পেয়েছেন একই পরিবারের ৫ জন।
advertisement
3/10
চান্দড় গ্রামের বাসিন্দা সীমা জানান, তিনি গ্রুপ সি-তে এমপিএইচডব্লিউ পদে চাকরি পেয়েছেন। তাঁর ডিউটি রাতিয়ায়।
advertisement
4/10
সীমা জানান, তাঁর স্বামী, দেওর, দেওরের স্ত্রী-সহ পরিবারের সকল সদস্য তাঁদের কঠোর পরিশ্রমের সুফল পেয়েছেন দিন কয়েকের মধ্যে। পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা একটি পরিবার সকলের কাছে নজির গড়েছে।
advertisement
5/10
সংবাদপত্র বিক্রেতা মনু কুমার জানান, জীবিকার তাগিদে তিনি প্রায় ১৮ বছর ধরে খবরের কাগজ বিলি করতেন বাড়ি বাড়ি ঘুরে।
advertisement
6/10
কিন্তু গত ফেব্রুয়ারিতে তিনি গ্রুপ সি-তে চাকরি পেয়েছেন। তিনি কাইথল জেলায় সহকারী লাইনম্যান হিসাবে বিদ্যুৎ বিভাগে চাকরি পেয়েছেন।
advertisement
7/10
মনু জানান, কোনও টাকা খরচ না করেই তিনি এই চাকরি পেয়েছেন। এখন পুরো পরিবার খুশি। তিনি বলেন, ‘‘এ সরকারে চাকরির সহজলভ্যতার কারণে তরুণরা শিক্ষার দিকে ঝুঁকছে। প্রথম দিকে খুব কঠিন ছিল।’’
advertisement
8/10
পরিবারে সাত-আটজন সদস্য। মনু জানান, তিনিও তাঁর কাকার দ্বারা অনুপ্রাণিত। তাঁর কাকা প্রবল দারিদ্রের মধ্যে দিয়ে সংসার চালাচ্ছিলেন। কিন্তু ৩৫ বছর বয়সে তিনি রোডওয়েতে চাকরি পান। আর মনু ২০০৬ থেকে সালে চেষ্টা করছি।
advertisement
9/10
এটি লক্ষণীয় যে হরিয়ানা সরকার সম্প্রতি গ্রুপ সি এবং গ্রুপ বি-র ফলাফল প্রকাশ করেছে। ১০ হাজারের বেশি পদের ফল ঘোষণা করা হয়েছে।
advertisement
10/10
তারপর তোহানার চান্দড় গ্রামের একই পরিবারের তিনজন সদস্যকে গ্রুপ সি এবং দুইজন সদস্যকে গ্রুপ ডি-তে সরকারি চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে।