Job Success: কর্মক্ষেত্রে বারে বারে বাধা আসছে? এই ৫ নিয়ম মানলেই সাফল্য আর কেউ আটকাতে পারবে না
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Job Success: কর্মক্ষেত্রে সফল হওয়ার উপায় কী? সহজ উত্তর ভাল পারফর্ম করার দৃঢ় ইচ্ছা ও মানসিকতা থাকা। ফলে জীবনে দশটি পদক্ষেপ নিলে আপনার কর্মে সফলতা আসবেই।
advertisement
1/10

*কর্মক্ষেত্রে সফল হওয়ার উপায় কী? সহজ উত্তর ভাল পারফর্ম করার দৃঢ় ইচ্ছা ও মানসিকতা থাকা। ফলে জীবনে দশটি পদক্ষেপ নিলে আপনার কর্মে সাফল্য আসবেই। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*বর্তমানে সফলতার অন্যতম ধাপ হল উদ্যোগ নেওয়া। মুলত, আজকের প্রতিযোগিতামূলক কর্মজীবনে নিয়োগকর্তারা এমন ব্যক্তিকে খোঁজেন যারা নতুন পরিকল্পনা ও উদ্যোগ নিতে পারেন, নতুন প্রকল্প শুরু করতে পারেন এবং ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*যে কোনও সমস্যার তাৎক্ষণিক কোনও সমাধান করতে পারেন। তাই উদ্যোগ নিন, ঝুঁকি নিন। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*একজন ভাল কর্মচারী হওয়ার জন্য অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আপনাকে বুঝতে হবে বস এবং সহকর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন। তাই কারও বিরুদ্ধে অভিযোগ করবেন বা আপনি কতটা কাজ করছেন তা বারবার বলবেন না। বরং অন্যের সমস্যা বোঝার চেষ্টা করুন, সবার প্রতি সহানুভূতিশীল হোন। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*ক্যারিয়ারের সাফল্য অর্জনের অন্যতম উপায় হল নিজের কর্মক্ষমতা মূল্যায়ন করা। অফিসের বার্ষিক মূল্যায়নের জন্য অপেক্ষা না করে, নিজেকে নিজে মূল্যায়ন করুন। এটি করার আদর্শ উপায় হল, পরিমাপযোগ্য লক্ষ্যগুলো চিহ্নিত করা এবং সেগুলো অর্জনের একটি সময়রেখা নির্ধারণ। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*কর্মজীবনে সফল হতে গঠনমূলক প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে এবং নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে। আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন বা আপনার কোন গ্রেড রয়েছে তা কোনও ব্যাপার না। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*পেশাগত জীবনের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একদমই আলাদা। বরং এখানে আপনি যা করছেন তা নিয়ে প্রতিদিন নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*যোগাযোগ দক্ষতা একজন কর্মচারী ও প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। কর্মক্ষেত্রে সফল হতে হলে সেই দক্ষতা অর্জন করতে হবে। যে কোনও প্রয়োজনে বসের সঙ্গে কথা বলুন, সহকর্মীদের সঙ্গে কথা বলুন, তাদের সহযোগিতা করুন, ভাল ব্যবহার করুন। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*অনেকেই তাদের সমস্যা কথা ঊর্ধ্বতনকে বলে সেটিকে ঊর্ধ্বতনের সমস্যায় পরিণত করেন। তাই সমাধান সরবরাহকারী হোন, সমস্যা সৃষ্টিকারী নন। অফিসের দক্ষ কর্মীরা সমস্যার সমাধান করেন, সমস্যা তৈরি করেন না। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*কর্মক্ষেত্রে সফলতার আরেক উপায় হল বিশ্বাস অর্জন করা। আপনি যত দ্রুত বিশ্বাস অর্জন করবেন তত আপনার জন্য ভাল হবে। যদি অফিস আপনাকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন তাহলে আপনার কাছে কাজ হস্তান্তর করবেন, আপনার ওপর আস্থা রাখবেন। সংগৃহীত ছবি।