TRENDING:

Pilot's Salary: বিমান চালনার স্বপ্ন দেখছেন? তার আগে জানুন এন্ট্রি-লেভেল পাইলটদের বেতনক্রম এবং সুযোগ-সুবিধা

Last Updated:
Entry Level Pilot's Salary: দুর্দান্ত বেতন তো আছেই, সেই সঙ্গে মান-সম্মান, খ্যাতি-প্রতিপত্তির দিকটাও রয়েছে। আর থাকে দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর সুযোগও।
advertisement
1/5
বিমান চালনার স্বপ্ন দেখছেন? তার আগে জানুন এন্ট্রি-লেভেল পাইলটদের বেতনক্রম
সন্তান সুপ্রতিষ্ঠিত হোক, এ তো সব মা-বাবাই চান! কিন্তু বেশির ভাগ ভারতীয় পরিবারের অভিভাবকেরা চান, সন্তান যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি চাকুরে হয়। কিন্তু ছেলেমেয়েরা কমার্শিয়াল পাইলট হোক, এটা খুব কম অভিভাবকই চান। অথচ এই পেশায় কিন্তু নানা সুযোগ-সুবিধা পাওয়া যায়। কীরকম? দুর্দান্ত বেতন তো আছেই, সেই সঙ্গে মান-সম্মান, খ্যাতি-প্রতিপত্তির দিকটাও রয়েছে। আর থাকে দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর সুযোগও। তবে কেরিয়ারের শুরুর দিকটা বেশ চ্যালেঞ্জিং থাকে। কিন্তু এন্ট্রি লেভেলে একজন বিমানচালক বা পাইলট কত টাকা বেতন পান? আজ এই বিষয়টাই একবার দেখে নেওয়া যাক।
advertisement
2/5
দেশে কর্মরত এক সিনিয়র পাইলট সংবাদমাধ্যমের কাছে জানালেন, বেশির ভাগ এন্ট্রি-লেভেল পাইলট চাকরির জন্য মরিয়া হয়ে ওঠেন। কারণ প্রশিক্ষণের জন্য লক্ষ লক্ষ এমনকী কোটি কোটি টাকা খরচ করেন তাঁরা। ফলে সেই টাকা আয় করার তাগিদ চলে আসে তাঁদের মধ্যে। তিনি আরও বলেন যে, একটা কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার জন্য একজন ট্রেনিকে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ করতে হয়। এর পাশাপাশি সহ-ক্যাপ্টেন হওয়ার প্রশিক্ষণ পাওয়ার জন্য বিমান সংস্থাকে আরও ১৫-২০ লক্ষ টাকা দিতে হয়। কিন্তু এই ১ কোটি টাকা খরচ করার পরে প্রথম ৫ বছরে এই এন্ট্রি লেভেল পাইলটরা কতটা উপার্জন করেন? কমার্শিয়াল পাইলট লাইসেন্স ট্রেনিং সম্পূর্ণ করার পরে প্রশিক্ষণের জন্য বিমান সংস্থার সঙ্গে নিজেদের ইচ্ছার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে হয় বিমান চালকদের।
advertisement
3/5
জুনিয়র ফার্স্ট অফিসার:জুনিয়র ফার্স্ট অফিসারদের বাণিজ্যিক ভাবে ৫০০ ঘণ্টা বিমান ওড়াতে হয়। গড় হিসেব অনুযায়ী, এই স্তরের অফিসারদের ৭০ ঘণ্টা বিমান চালনার জন্য মাসে ২.২ লক্ষ টাকা বেতন দেয় ইন্ডিগো। একই ভাবে গোফার্স্ট, ভিস্তারা এবং স্পাইসজেট দেয় যথাক্রমে ১.৭ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা এবং ১.৬ লক্ষ টাকা। এছাড়া আকাসা এয়ার ওই একই সময়ের জন্য গড় বেতন দেয় মাসিক ১.৮ লক্ষ টাকা।
advertisement
4/5
ফার্স্ট অফিসার: ফার্স্ট অফিসারদের বাণিজ্যিক ভাবে ২০০০ ঘণ্টার কম সময় বিমান ওড়ানোর অভিজ্ঞতা থাকা আবশ্যক। গড় হিসেব অনুযায়ী, এই স্তরের অফিসারদের ৭০ ঘণ্টা বিমান চালনার জন্য মাসে ৩.৫ লক্ষ টাকা বেতন দেয় ইন্ডিগো। একই ভাবে গোফার্স্ট, ভিস্তারা এবং স্পাইসজেট দেয় যথাক্রমে ২.৫ লক্ষ টাকা, ৩.২ লক্ষ টাকা এবং ২.৫ লক্ষ টাকা। এয়ার ইন্ডিয়ার ফার্স্ট অফিসাররা ২০ ঘণ্টা বিমান চালনার জন্য গড় মাসিক বেতন পান ২.৫ লক্ষ টাকা।
advertisement
5/5
সিনিয়র ফার্স্ট অফিসার: সিনিয়র ফার্স্ট অফিসারদের ২০০০ ঘণ্টারও বেশি সময় বিমান চালনার অভিজ্ঞতা থাকতে হয়। গড় হিসেব অনুযায়ী, এই স্তরের অফিসারদের ৭০ ঘণ্টা বিমান চালনার জন্য মাসে ৪.৫ লক্ষ টাকা বেতন দেয় ইন্ডিগো। একই ভাবে গোফার্স্ট, ভিস্তারা এবং স্পাইসজেট দেয় যথাক্রমে ৩.৮ লক্ষ টাকা, ৪.২ লক্ষ টাকা এবং ৩.৬ লক্ষ টাকা। এয়ার ইন্ডিয়ার সিনিয়র ফার্স্ট অফিসাররা ২০ ঘণ্টা বিমান চালনার জন্য গড় মাসিক বেতন পান ৩.১ লক্ষ টাকা।
বাংলা খবর/ছবি/চাকরি/
Pilot's Salary: বিমান চালনার স্বপ্ন দেখছেন? তার আগে জানুন এন্ট্রি-লেভেল পাইলটদের বেতনক্রম এবং সুযোগ-সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল