New Job Alert: মোটা বেতন! সারাদেশে রেলে ১৫০০০ কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
New Job Alert: খুব শীঘ্রই সর্বভারতীয় ট্রেন চালক হিসেবে ১৫০০০ এর বেশি রিক্রুটমেন্ট! আর তাতেই ভবিষ্যতের রেল চালকদের জন্য বিরাট সুখবর। এমনটাই খবর রেল সূত্রে।
advertisement
1/6

খুব শীঘ্রই সর্বভারতীয় ট্রেন চালক হিসেবে ১৫০০০ এর বেশি রিক্রুটমেন্ট! আর তাতেই ভবিষ্যতের রেল চালকদের জন্য বিরাট সুখবর। এমনটাই খবর রেল সূত্রে।
advertisement
2/6
বর্তমানে পূর্ব রেলের পর্যাপ্ত চালক নেওয়া হয়নি। কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় এমনই খবর শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হচ্ছে, পূর্ব রেলে ট্রেন চালকের সংখ্যা যথাযথ নয় অর্থাৎ ট্রেন চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম।
advertisement
3/6
এই খবর সম্পূর্ণরূপে সত্য নয় বলেই জানিয়েছে পূর্ব রেল। রেল সূত্রে জন যায়, খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক মাসে সমগ্র পূর্ব রেলওয়েতে অন্যান্য কর্মচারীদের মতোই ট্রেন চালকরাও অবসর গ্রহণ করেন।
advertisement
4/6
ফলে প্রত্যেক মাসেই নির্দিষ্ট সংখ্যা ট্রেন চালকের পদ শূন্য হয়। তখন প্রয়োজন অনুযায়ী সেই সমস্ত খালি পদগুলিতে নতুন ট্রেন চালকদের নিয়োগ করা হয় বা জুনিয়র চালকদের পদোন্নতির মাধ্যমে খালি পদগুলি পূরণ করা হয় বলেই খবর রেলে সূত্রে।
advertisement
5/6
সেই মত, আগামী আগস্ট মাসে প্রায় ১২৬০ জন ট্রেন চালকের পদোন্নতির মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে। রেলের রিক্রুটমেন্ট এর পদ্ধতি এককালীন অর্থাৎ প্রয়োজন অনুযায়ী নিয়মিত ব্যবধানে RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) -এর মাধ্যমে স্বচ্ছভাবে ট্রেন চালকের পদে নিয়োগ করা হয়।
advertisement
6/6
খুব শীঘ্রই সর্বভারতীয় স্তরে প্রায় ১৫০০০ এর অধিক ট্রেন চালকের পদে রিক্রুটমেন্টের ব্যবস্থা হতে চলেছে । এতেই ভবিষ্যতের রেল চালকদের কাছে বিরাট সুখবর।