ভারতেই আছে বিশ্বের 'সবচেয়ে' বড় স্কুল...! জানেন কোন রাজ্যে? নাম শুনলে চমকে যাবেন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: এখানে দেওয়া জিকে-র প্রশ্নের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রের জন্য প্রস্তুতি নিতে পারেন সহজেই।
advertisement
1/8

যেসব প্রার্থীরা সরকারি চাকরি এবং যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা অবশ্যই চোখ রাখতে পারেন এই প্রতিবেদনে। এখানে একগুচ্ছ এমন সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে পরীক্ষার্থীদের ইন্টারভিউতে ভাল ফল করতে অনেক কাজে লাগতে পারে। এখানে দেওয়া জিকে-র প্রশ্নের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্রের জন্য প্রস্তুতি নিতে পারেন সহজেই।
advertisement
2/8
আমরা সবাই জানি যে গোটা দেশে পরিচালিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্ট্যাটিক জিকে-র প্রশ্ন রাখা হয়। দ্বাদশ শ্রেণীর SSC CHSL থেকে শুরু করে দেশের সবচেয়ে কঠিন UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও, সমস্ত পরীক্ষাতেই স্ট্যাটিক জিকে প্রশ্নগুলির নিজস্ব গুরুত্ব রয়েছে। এসব প্রশ্নের ভিত্তিতে প্রার্থী বাছাইও করা হয়।
advertisement
3/8
আজ এই প্রতিবেদনে আমরা সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য স্ট্যাটিক জিকে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যাঁরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই প্রশ্নের সঠিক উত্তর দিলে, আপনি সহজেই এসএসসি এবং ইউপিএসসির মতো কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।
advertisement
4/8
প্রশ্ন ১ - ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? (ক) ডব্লিউ সি ব্যানার্জি (খ) বদরুদ্দিন তৈয়বজিগ (গ) দাদাভাই নওরোজি (ঘ) জর্জ ইউল উত্তর ১ - (ক) ডব্লিউ সি ব্যানার্জী
advertisement
5/8
প্রশ্ন ২ - হোমিওপ্যাথির জনক কে? (ক) স্যামুয়েল হ্যানিম্যান (খ) ডি ক্লার্ক (গ) জন ম্যাক স্টেইন (ঘ) স্টিফেন বেকুরাল উত্তর ২ - (ক) স্যামুয়েল হ্যানিম্যান
advertisement
6/8
প্রশ্ন ৩ - ভারতের একমাত্র রাষ্ট্রপতি কোনও বিরোধিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন? (ক) এপিজে আব্দুল কালাম (খ) প্রতিভা পাতিল (গ) নীলম সঞ্জীব রেড্ডি (ঘ) ভি ভি গিরি উত্তর ৩-(গ) নীলম সঞ্জীব রেড্ডি
advertisement
7/8
প্রশ্ন ৪ - ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? (ক) ইথিলিন (খ) ইথেন (গ) বিউটেন (ঘ) প্রোপেন উত্তর ৪ - (ক) ইথিলিন
advertisement
8/8
প্রশ্ন ৫ - ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুলটি রয়েছে? উত্তর ৫ - ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনউতে অবস্থিত "সিটি মন্টেসরি স্কুল" হল বিশ্বের বৃহত্তম স্কুল।