Job Vacancy: এল মেগা সুখবর, এই জেলাতে অনেক ভ্যাকেন্সি, পুজোর পরেই চালু হবে নিয়োগ প্রক্রিয়া
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Job Vacancy: পুজোর পর দক্ষিণ ২৪ পরগনায় মিলবে খুশির খবর, হবে আশা কর্মী নিয়োগ
advertisement
1/5

: পুজোর আগেই এল পুজোর পরের সুখবর৷ পুজোর পুজো শেষ হলেই হবে নিয়োগ প্রক্রিয়া৷ দক্ষিণ ২৪ পরগনায় খুশির খবর, হবে আশা কর্মী নিয়োগ। প্রায় ৩৫০ ভ্যাকেন্সিতে আশা কর্মী নিয়োগ হবে এই জেলায়।
advertisement
2/5
ইতিমধ্যে বিভিন্ন ব্লকে তৈরি হয়েছে শূন্যপদের তালিকা। জেলাস্তরে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। প্রায় দেড় বছর পর নতুন করে এই নিয়োগ হবে। পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চাইছে জেলা প্রশাসন।
advertisement
3/5
মহকুমা স্তরে এই সংক্রান্ত আলোচনা, বৈঠক ও অন্যান্য কাজকর্ম চলছে। সূত্রের খবর, ডায়মন্ডহারবার স্বাস্থ্য বিভাগে এই জেলায় ১৩৯ শূন্য রয়েছে। জেলার অন্যত্র আরও ৫৪টি ফাঁকা পদ রয়েছে।মহকুমা স্তরে এই সংক্রান্ত আলোচনা, বৈঠক ও অন্যান্য কাজকর্ম চলছে। সূত্রের খবর, ডায়মন্ডহারবার স্বাস্থ্য বিভাগে এই জেলায় ১৩৯ শূন্য রয়েছে। জেলার অন্যত্র আরও ৫৪টি ফাঁকা পদ রয়েছে।
advertisement
4/5
ফাঁকা পদগুলিতে কর্মরত যাঁরা ছিলেন তাঁদের কারও মৃত্যু হয়েছে, না হলে কেউ চাকরি ছেড়ে দিয়েছেন। এই আসনগুলিতে পরবর্তী সময় নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যাও বৃদ্ধির জন্য আরও বেশি সংখ্যায় এই আশা কর্মী প্রয়োজন পড়ছে।
advertisement
5/5
এখনও অনেক গ্রাম সংসদে আশা কর্মী নেই। দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সেসব জায়গায় স্বাস্থ্যকর্মীদের পোস্টিং দেওয়া হবে। ফলে পুজোর পরে জেলার কর্মসংস্থানে নতুন দিক উন্মোচিত হবে। নতুন করে আশাকর্মী নিয়োগ হওয়ার খবরে খুশি সকলেই। Input- Nawab Mullick