Job: মহিলাদের আর চিন্তা নেই, চাকরির সুবর্ণ সুযোগ জেলায়! ভাল বেতন, আবেদন কীভাবে করবেন?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Job: চাকরি খুঁজছেন? মহিলাদের জন্য জেলায় রয়েছে কাজের সুযোগ।
advertisement
1/7

পশ্চিম মেদিনীপুর: চাকরি খুঁজছেন কি ? তাহলে আপনার জন্য মেদিনীপুর জেলায় রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। শুধুমাত্র মহিলারা আবেদন জানাতে পারবেন এই পোস্টের জন্য। অস্থায়ী পদে ভালো বেতনে কাজের সুযোগ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতেই। দেরি না করে এখনই আবেদন করতে পারেন। ইতিমধ্যেই জেলার ওয়েবসাইটে চাকরির এই বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। (প্রতিবেদন: রঞ্জন চন্দ)
advertisement
2/7
জেলাশাসকের কার্যালয়ে ওয়ান স্টপ সেন্টারে কেস ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। যদিও কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীরা অফলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন জানানো যাবে ৭ফেব্রুয়ারি থেকে।
advertisement
3/7
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, জেলাশাসকের কার্যালয়ের জন্য ‘ওয়ান স্টপ সেন্টার’-এর সমাজকল্যাণ বিভাগেই হবে এই নিয়োগ। নিয়োগ হবে কেস ওয়ার্কার পদে। শূন্যপদ রয়েছে একটি। শুধু মাত্র মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।
advertisement
4/7
সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির বেতন প্রতিমাসে ১৫,০০০ টাকা।
advertisement
5/7
শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানানো হয়েছে, আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি অন্তত তিন বছর মহিলাদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রয়োজন ইংরেজি ও বাংলা ভাষায় লেখা, পড়া এবং বাংলা ভাষায় কথোপকথনের পারদর্শিতা। সঙ্গেকম্পিউটার পরিচালনার দক্ষতা এবং এমএস অফিস নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন।
advertisement
6/7
নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারাই। আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে।
advertisement
7/7
আবেদনের শেষ দিন আগামী ২৯ ফেব্রুয়ারি। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে বলা হয়েছে।