Jobs: মাসে ১ লক্ষ ৪৪ হাজার-২ লক্ষ টাকা বেতন, লিখিত পরীক্ষা ছাড়াই প্রচুর নিয়োগ, এই ডিগ্রি থাকলে আজই আবেদন করুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Jobs : কোনও লিখিত পরীক্ষা না থাকলেও ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আপনিও যদি এসব পদের জন্য আবেদন করতে চান এবং আপনারও যদি যোগ্যতা থাকে, তাহলে দ্রুত আবেদন করুন। ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করুন। মোট ৫০ পদে নিয়োগ দেওয়া হবে।
advertisement
1/5

*আপনার যদি BDS/BDS থাকে। এমবিবিএস, পিজি ডিপ্লোমা/পিজি ডিপ্লোমা এমডি/ এমএস/ ডিএনবি ডিগ্রি থাকলে মাসে দু'লক্ষ টাকায় চাকরি পেতে পারেন। এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি), পুনে সিনিয়র রেসিডেন্ট, স্পেশালিস্ট এবং সুপার স্পেশ্যালিস্ট পদে নিয়োগের ঘোষণা করেছে। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*এক্ষেত্রে বিশেষ বিষয় হল এসব পদে কোনও লিখিত পরীক্ষা না থাকলেও ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আপনিও যদি এসব পদের জন্য আবেদন করতে চান এবং আপনারও যদি যোগ্যতা থাকে, তাহলে দ্রুত আবেদন করুন। ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করুন। মোট ৫০ পদে নিয়োগ দেওয়া হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*শূন্যপদঃ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি), পুনে সিনিয়র রেসিডেন্টের জন্য ৪০টি পদ, বিশেষজ্ঞের আটটি পদ (এফটিএস / পিটিএস), সুপার স্পেশ্যালিস্টের (এফটিএসএস / পিটিএসএস) দু'টি পদে নিয়োগের ঘোষণা করেছে। এই পদগুলিতে নির্বাচনের জন্য ইন্টারভিউ ১০, ১১, ১২, ১৩, ১৬ এবং ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১,৪৪,৬০৭ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*বয়সসীমাঃ এই পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর এবং অন্যান্য পদের জন্য ৬৯ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমাতেও ছাড় দেওয়া হবে। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন (ইএসআইসি), পুনে ইএসআইসি, esic.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ফর্ম ফিলাপ করে আপলোড করতে হবে। সংগৃহীত ছবি।