TRENDING:

Job: ভাল অঙ্কের বেতন, রাজ্যে চাকরির সুযোগ 'এই' প্রার্থীদের জন্য, কীভাবে আবেদন করবেন? জানুন

Last Updated:
Job: মুর্শিদাবাদে এবার ২২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল জেলা প্রশাসন। বেতন হবে ১০ হাজার টাকা। বহরমপুরে জেলা শাসক অফিসে এবং মহকুমা অফিস, ব্লক অফিসে ২২টি পদের জন্য হবে নিয়োগ। ফলে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
advertisement
1/5
ভাল অঙ্কের বেতন, রাজ্যে চাকরির সুযোগ 'এই' প্রার্থীদের জন্য, কীভাবে আবেদন করবেন?
*মুর্শিদাবাদে এবার ২২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল জেলা প্রশাসন। বেতন হবে ১০ হাজার টাকা। বহরমপুরে জেলা শাসক অফিসে এবং মহকুমা অফিস, ব্লক অফিসে ২২টি পদের জন্য হবে নিয়োগ। ফলে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। ফাইল ছবি।
advertisement
2/5
*তবে রয়েছে একটি শর্ত। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের দফতর থেকে অবসরপ্রাপ্তরাই করতে পারবেন চাকরির আবেদন। অবসরের পরেও পাওয়া যাবে চাকরির সুযোগ। ফাইল ছবি।
advertisement
3/5
*মুর্শিদাবাদে ডিএম অফিসে এবং বিভিন্ন ব্লক অফিসে নিয়োগের সুযোগ। ৬ ডিসেম্বরের মধ্যে বহরমপুরে ডিএম অফিসে জমা করতে হবে আবেদন। "রিটায়ার্ড কনট্রাকচুয়াল ক্লার্ক" হিসেবে নিয়োগ পাবেন অবসরপ্রাপ্তরা। জেলায় ২২টি পদে হবে নিয়োগ। ফাইল ছবি।
advertisement
4/5
*রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের দফতর থেকে অবসরপ্রাপ্তরা করতে পারবেন চাকরির আবেদন। প্রতি মাসে মাইনে দশ হাজার টাকা। মৌখিক ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। তবে আবেদনকারীর বয়স হতে হবে ৬৪ বছরের কম। ফাইল ছবি।
advertisement
5/5
*৩১ অক্টোবরের মধ্যে অবসর নেওয়া সরকারি কর্মচারীরা করতে পারবেন আবেদন। ৬ ডিসেম্বর বিকেল ৪'টে অবধি জমা করা যাবে আবেদন। তবে ইচ্ছে করলেই আপনি অবসর গ্রহণের পর কর্মজীবন শুরু করতে চাইলে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে www.murshidabad.gov.in দেখতে পারেন। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/চাকরি/
Job: ভাল অঙ্কের বেতন, রাজ্যে চাকরির সুযোগ 'এই' প্রার্থীদের জন্য, কীভাবে আবেদন করবেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল